ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সবার সহায়তা চেয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোহলি-আনুশকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৭ মে ২০২১  
সবার সহায়তা চেয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোহলি-আনুশকা

করোনাভাইরাস সংক্রমণের তীব্রতায় ভারত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবার সহায়তা চেয়ে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহরি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

করোনায় সংকটের মুখে পড়া চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করতে ফান্ড উত্তোলনের পদক্ষেপ হাতে নিয়েছেন কোহলি ও আনুশকা। এই কোভিড রিলিফে ৭ কোটি রুপি সংগ্রহের লক্ষ্য তাদের। এরই মধ্যে ফান্ডে দুজনে ২ কোটি রুপি দিয়েছেন।

আনুশকা একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন যেখানে তিনি ও কোহলি কোভিড রিলিফের কাজে সবার সমর্থন চেয়েছেন। এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের দেশ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। আমাদের স্বাস্থ্যসেবা একেবারে কঠিন চ্যালেঞ্জের মুখে, দেশের মানুষের এই ভোগান্তি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই কেটোকে সঙ্গে নিয়ে কোভিড রিলিফে ফান্ড উত্তোলনে বিরাট ও আমি একটি ক্যাম্পেইন শুরু করলাম।’

আনুশকা ও কোহলি ভিডিও বার্তায় বলেছেন, ‘ভারত খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা মহামারির সঙ্গে লড়ছি। আমরা সেসব মানুষদের প্রতি কৃতজ্ঞ যারা দিন রাত লড়াই করছেন। তাদের নিবেদন অবিশ্বাস্য। কিন্তু তাদের আমাদের সমর্থন প্রয়োজন এবং তাদের সঙ্গে দাঁড়াতে হবে।’

কোহলি আরও বলেছেন, ‘অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ফান্ড উত্তোলনের কাজ শুরু করলাম। আশা করি এই কঠিন পরিস্থিতিতে যথেষ্ট সহায়তা আমরা পাবো। এই সংকটের মুহূর্তে দেশের মানুষ সহায়তা করতে এগিয়ে আসবে বলে আশাবাদী আমি। চলুন সবাই একসঙ্গে লড়াই করি এবং এটা আমরা মোকাবিলায় সফল হবোই।’

সাত দিনের জন্য কেটোতে চলবে এই ফান্ড উত্তোলনের কাজ। এরপর সেই অর্থ পাঠানো হবে এসিটি গ্র্যান্টসে, যারা মহামারিকালে অক্সিজেন সরবরাহ, চিকিৎসা জনশক্তি, টিকা সচেতনতা ও টেলিমেডিসিন সুবিধা নিয়ে কাজ করছে।

করোনায় গত এক দিনে প্রায় সোয়া ১৪ লাখ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন প্রায় চার হাজার মানুষ।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়