Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৫ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২১ ১৪২৮ ||  ২৪ জিলহজ ১৪৪২

ভারতের অনুরোধে পরিবর্তন হচ্ছে সিপিএল সূচি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ জুন ২০২১  
ভারতের অনুরোধে পরিবর্তন হচ্ছে সিপিএল সূচি

ইংল্যান্ডের সঙ্গে দীর্ঘ সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু ওই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থাকায় বাধে বিপত্তি।

তবে এই সমস্যার সমাধান হয়েছে আপাতত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সূচি পরিবর্তন করে এগিয়ে আনার জন্য অনুরোধ করেছিল বিসিসিআই। সেই অনুরোধে সাড়া দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সিপিএল কর্তৃপক্ষ।

বিসিসিআইয়ের সচিব জয় শাহের অনুরোধে সাড়া দিয়ে ক্রীড়া বিষয়ক সাইটকে ক্রিকেট ওয়েস্টইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিপিএল ও আইপিএল যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে উইন্ডিজ ক্রিকেট। টুর্নামেন্ট দুটির সূচি যাতে সাংঘর্ষিক না হয় এ জন্য চেষ্টা করা হচ্ছে।

এপ্রিলে প্রকাশিত হওয়া সূচি অনুযায়ী ২৮ আগস্ট শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা সিপিএলের। আবার ১৮ কিংবা ১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএলের বাকি অংশ। এ জন্যই মূলত সমস্যার সৃষ্টি হয়। নতুন সূচি অনুযায়ী সিপিএল হতে পারে ২৫ আগস্ট, শেষ হতে পারে ১৫ সেপ্টেম্বর।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়