ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইকুয়েডরের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৩ জুলাই ২০২১   আপডেট: ১৯:৩০, ৩ জুলাই ২০২১
ইকুয়েডরের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

কোপা আমেরিকার শেষ আটের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ইকুয়েডর। নক আউটের পর্বের মহারণে মেসি-আগুয়েরোদের সামনে ইকুয়েডর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ।

রোববার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাজিলের গোয়েনিয়ায় মুখোমুখি হবে দেশ দুটি। খেলাটি সরাসরি দেখা যাবে সনি নেটওয়ার্কে।

গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ড্র করে শুরু হয়েছিলে আর্জেন্টিনার কোপা যাত্রা। এরপর টানা তিন ম্যাচে দারুন জয়ে গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে আসে কোয়ার্টার ফাইনালে।

অন্যদিকে হার দিয়ে শুরু হয়েছিল ইকুয়েডরের পথচলা। এরপর টানা তিন ম্যাচে ড্র। ব্রাজিলকেও রুখে দিয়েছিল দলটি। এবার তাদের সামনে আর্জেন্টিনা।

মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারি আলবিসেলেস্তেদের। এখন পর্যন্ত ৩৬ দেখায় আর্জেন্টিনার জয় ২১টি। হার মাত্র ৫টিতে। আর বাকি ১০টি ড্র।

এই ম্যাচে আর্জেন্টিনা নামবে তাদের সেরা শক্তি নিয়েই। মেসি-গোমেজের সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে আগুয়েরোকে।

আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: মার্টিনেজ, মোলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, ওটামেন্দি, আকুনা, পেরেডেস, লো সোলসো, লৌতারো মার্টিনেজ, মেসি, গোমেজ ও আগুয়েরো।

ইকুয়েডর সম্ভাব্য একাদশ: গালিন্ডেজ, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, হিনকাপি, আরবোলেদা, এস্তুপিনান; ফ্রাঙ্কো, মেন্ডেজ, কেসেদো, প্যালাসিওস; আয়রটন প্রিসিয়াডো ও ভ্যালেন্সিয়া।

 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়