ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

মেসিকে পছন্দ, তাই আর্জেন্টিনার সমর্থক জাহানারা

সাইফুল ইসলাম রিয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১০ জুলাই ২০২১   আপডেট: ১৭:৫৬, ১০ জুলাই ২০২১
মেসিকে পছন্দ, তাই আর্জেন্টিনার সমর্থক জাহানারা

ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই অন্যরকম রোমাঞ্চ। হাজার হাজার মাইল দূরের দেশ দুটির খেলা মানেই এই বঙ্গভূমিতে কথার লড়াই। কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা এই নিয়ে চলে তর্কাতর্কি; নানা যুক্তি আর হাসি ঠাট্টা। সাধারণ ভক্ত হতে শুরু করে তারকা কিংবা ফুটবল বাদে অন্য খেলার মানুষও মজে থাকেন এতে।

ব্যতিক্রম নন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। মেসি যেদিন থেকে মাঠে, তিনিও ফুটবল দেখা শুরু করেন। রাইজিংবিডিকে মুঠোফোনে জানালেন তার ফুটবল দর্শনের নানা কথা।

ব্রাজিল না আর্জেন্টিনা? জাহানারা সোজাসাপ্টা জানালেন- আর্জেন্টিনা। কেন? উত্তর, 'আর্জেন্টিনাকে সমর্থন করি শুধু মেসির জন্য। মেসিকে আমার পছন্দ, এজন্যই তাদের খেলা দেখি। যখন থেকে ফুটবল বুঝি। খেলাধুলা এত পছন্দ করতাম না; এত দেখতামও না। যখন থেকে মেসি খেলা শুরু করেছে, তখন থেকে দেখি; মেসিকে আমার ভালো লাগে শুধু এজন্য দেখি।'

রোববার (১১ জুলাই) ভোর ৬টায় রিও ডি জেনেইরোর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। খেলা দেখা সনি নেটওয়ার্কে। এই কাক ডাকা ভোরে জাহানারা কি দেখবেন খেলা?

জাহানারা বলেন, 'আমি খেলাই দেখি চার বছর পরপর বিশ্বকাপে। যেহেতু আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনাল খেলবে, এই খেলাটা আমি দেখবো। ইনশাল্লাহ দেখার ইচ্ছা আছে।'

খেলায় কে জিততে পারে? এমন প্রশ্নে এই নারী ক্রিকেটার জানান, তিনি আর্জেন্টিনার জয় চান। 'খেলার প্রেডিকশন আসলে আমি করতে চাই না। তবে আমি চাইবো অবশ্যই আর্জেন্টিনা জিতুক।'

২৮ বছর ধরে ট্রফি খরায় ভুগছে আর্জেন্টিনা। লিওনেল মেসি একটি ট্রফির জন্য হাহাকার করছেন। একই ব্যাপার কাজ করছে জাহানারার মতো ফুটবল ভক্তদের মাঝেও। কাল কী তাদের আক্ষেপ ঘুচবে? সময়ই বলে দেবে।

আর্জেন্টিনার সেরা ১০ তারকা

মেসি-নেইমারের বন্ধুত্ব ঝুঁকির মুখে

ব্রাজিল-আর্জেন্টিনার ‘শেষ ফাইনাল’ কেমন ছিল, কারা খেলেছিলেন?

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়