ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ম্যাচের ২৪ ঘণ্টাও বাকি নেই অথচ স্কোয়াডই ঘোষণা করেনি জিম্বাবুয়ে!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১৮:৩০, ১৫ জুলাই ২০২১
ম্যাচের ২৪ ঘণ্টাও বাকি নেই অথচ স্কোয়াডই ঘোষণা করেনি জিম্বাবুয়ে!

জিম্বাবুয়ে ও বাংলাদেশের প্রথম ওয়ানডে হতে আর ২৪ ঘণ্টাও নেই। অবাক করা ব্যাপার হলো এখনও ওয়ানডের দলই ঘোষণা করেনি স্বাগতিকরা। তাই গেম প্ল্যান কী হতে পারে এমন প্রশ্নে জবাব দিতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এটাই স্বাভাবিক।

২২০ রানে একমাত্র টেস্ট বাংলাদেশ জিতেছে। ওই ম্যাচ শেষ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে। এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘আমরা কাদের বিপক্ষে কাল (শুক্রবার) খেলব তা তো জানিই না। আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না। কারণ আমি তো জানিই না কাদের বিপক্ষে খেলব। প্রথম বল হওয়ার ২৪ ঘণ্টাও নেই, অথচ এখনও আমরা দলই জানতে পারিনি।’

বিষয়টা বিস্ময়কর লাগছে তামিমের কাছে, ‘(দল না ঘোষণা করা) একটু ভিন্ন লাগছে আমার কাছে। কারণ ২৪ ঘণ্টাও বাকি নেই খেলার। সাধারণত এই সময়ে টিম মিটিং করা হয়। যদি দলই না জানেন, কাকে নিয়ে আপনি দল করবেন, আমি তাই বুঝতে পারছি না। এটা বেশ বিস্ময়কর লাগছে।’

ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসের ব্যাপারেও কিছু জানেন না বাংলাদেশ অধিনায়ক, ‘তাদের খেলার অংশগ্রহণ নিয়ে আসলে আমার কিছু বলার নেই। আমি যতটুকু জানি যে কোনও খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টাইন করতে হয়। আমি এখন পর্যন্ত তাদের দেখিনি। এটা আসলে আমাদের দিক থেকে কোভিড প্রোটোকল যারা মেইন্টেন করে, তারা ভালো বলতে পারবে।'

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়