ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সোহান কি থাকছেন একাদশে?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৬ জুলাই ২০২১   আপডেট: ১১:৪৪, ১৬ জুলাই ২০২১
সোহান কি থাকছেন একাদশে?

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ব্যাটিং করে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহান। শুধু জায়গা করেছেন তা নয়, আস্থা অর্জন করেছেন অধিনায়ক তামিম ইকবালেরও।

সিরিজ শুরুর আগের দিন তামিম বললেন, 'সোহান খুব ভালো করেছে। এমন নয় যে একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। এজন্যই তাকে দলে রাখা হয়েছে।'

ডিপিএলে শেখা জামালকে নেতৃত্ব দেওয়া এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান পরীক্ষিত একজন ক্রিকেটার। তবে পজিশন কিংবা কম্বিনেশনের কারণে উপেক্ষিতই থেকে যান। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিম না থাকায় সোহানের একাদশে থাকার জোর সম্ভাবনা। 

অধিনায়ক তামিম বলছেন, 'একাদশে জায়গা হবে কি হবে না, বলতে পারছি না। তবে সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার। সুযোগ থাকলে, যে পজিশনে ব্যাট করে সেখানে জায়গা থাকলে অবশ্যই, তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে।'

সোহান মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন। এই সিরিজে চারে ব্যাটিং করা মুশফিক থাকছেন না। এবার কি তাহলে সুযোগ হচ্ছে? এখন পর্যন্ত সোহান দুইটি ওয়ানডে খেলেছেন। তার মধ্যে একটি আটে নেমে ২৪ ও আরেকটিতে সাতে নেমে ৪৪ রান করেন। ২০১৬ নেলসনে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দুটির পর সোহানকে আর ওয়ানডে দলে দেখা যায়নি।

এবারের ডিপিএলে দলকে খাদের কিনারা থেকে তুলে খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। শুধু তাই নয় মাঠের চারদিকে দৃষ্টিনন্দন সব শট খেলে তুলেছেন ঝড়ও। এবারের ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে সোহান তৃতীয় অবস্থানে। ১৬ ম্যাচে ৩৫.৩৬ গড়ে রান ৩৮৯। তার স্ট্রাইক রেট ১৪৯.৭১! সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম ২৫ জনের মধ্যে এটাই সর্বোচ্চ স্ট্রাইকরেট। সোহান যদি সুযোগ পান, কাজে লাগাতে পারবেন?  

তামিম বললেন, ‘সে যেভাবে ট্রেনিং করছে তা দারুণ। যে কোনও অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে। দলে পজিটিভ ভাইব নিয়ে এসেছে। আমাদের সম্ভাব্য সেরা একাদশই গড়তে হবে। মোস্তাফিজ না থাকলে আমরা দুইজন মূল খেলোয়াড় পাবো না। এটা মাথায় রেখে সেরা একাদশই সাজাতে হবে।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়