ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তিতমাসের রেকর্ড, ১৫০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম সোনা লেডেকির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৮ জুলাই ২০২১  
তিতমাসের রেকর্ড, ১৫০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম সোনা লেডেকির

আরিয়ার্নে তিতমাস জিতলেন দ্বিতীয় অলিম্পিক সোনা

টোকিও অলিম্পিক গেমস সাঁতারে মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইলেও আমেরিকান কেটি লেডেকিকে হারালেন অস্ট্রেলিয়ার আরিয়ার্নে তিতমাস। গড়লেন গেমসের নতুন রেকর্ড। অবশ্য এই ব্যর্থতার এক ঘণ্টা পর নতুন ইভেন্ট ১৫০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম স্বর্ণ জয়ীর মর্যাদা পান লেডেকি।

গত সোমবার ৪০০ মিটার ফ্রি স্টাইলেও লেডেকিকে হারানো তিতমাস দুইশ মিটারে সোনা জেতেন ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড সময়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেডেকি শেষ করেন পঞ্চম স্থানে থেকে।

পাঁচ বছর আগে রিও অলিম্পিকে চারটি সোনা জেতেন আমেরিকান সাঁতারু। নিজের সবচেয়ে দুর্বল ইভেন্ট ২০০ মিটারে নামেন সোনা ধরে রাখতে, কিন্তু পারেননি। হংকংয়ের সিওভান হফে রৌপ্য ও কানাডিয়ান পেনি ওলেকসিয়াক ব্রোঞ্জ পান।

অলিম্পিক ক্যারিয়ারে প্রথমবার সেরা দুইয়ের বাইরে থেকে ইভেন্ট শেষ করেন লেডেকি। তবে ঘণ্টাখানেক পর নিজের ষষ্ঠ অলিম্পিক স্বর্ণ জেতেন তার প্রিয় ইভেন্ট ১৫০০ মিটার ফ্রি স্টাইলে। ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন লেডেকি।

তিতমাস ও লেডেকি আবার পুলে নামবেন শনিবার। ৮০০ মিটার ফ্রি স্টাইলে লড়বেন তারা, বৃহস্পতিবার হবে তার হিট।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ