ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩০ মিনিট খেলবেন মেসি!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ১৭:০৫, ২৯ আগস্ট ২০২১
৩০ মিনিট খেলবেন মেসি!

লিওনেল মেসির আজ প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে অভিষেক হচ্ছে তা মোটামুটি নিশ্চিত। তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। মেসি এবং পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো চান না অপেক্ষা বাড়াতে। স্কোয়াডে আছেন নেইমার, এমবাপেও। 

রিমসের মাঠে মেসির আজ অভিষেক হবে। তবে কতক্ষণ খেলবেন মেসি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলছে, দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন মেসি। খেলবেন ৩০ মিনিট।

আরো পড়ুন:

আর্জেন্টাইন জাদুকরকে স্কোয়াডে রাখা হয়েছে।তবে প্রথম একাদশে মাঠে নামাবেন না পচেত্তিনো। দ্বিতীয়ার্ধে ম্যাচের অবস্থা বুঝে সময়ের অন্যতম সেরা ফুটবলারকে নামাবেন পিএসজি বস। মেসির অভিষেক আজ হবে এমন আভাস আগেই দিয়েছিলেন তিনি।

তাইতো আজকের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায় ১০ দিন আগে।  রোববারের ম্যাচের পর মেসি উড়াল দেবেন আর্জেন্টিনায়। কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবেন। বাছাইপর্বের ম্যাচ খেলার আগে পুরো ম্যাচে তাকে খেলানোর কারণ দেখেন না পচেত্তিনো।  

রিমসের মাঠ অগাস্টে-ডেলাউনে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে। স্টেডিয়ামের ২১ হাজার টিকিট বিক্রি শেষ চোখের পলকে। টিকিট দাম ৩৫ থেকে ১০০ ইউরোর ভেতরে। তবে ব্ল্যাকমার্কেটে টিকিট বিক্রি হচ্ছে ৪০০ ইউরোতে। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগ মুহূর্তে এই টিকিট ১০০০ ইউরোতেও বিক্রি হতে পারে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়