ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপ দলে নাম লিখিয়ে ডেসকাটের অবসরের ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:২০, ১২ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপ দলে নাম লিখিয়ে ডেসকাটের অবসরের ঘোষণা

বয়স চল্লিশ পেরোলেও বিশ্বকাপ দলে নাম লিখিয়ে চমকে দেন রায়ান টেন ডেসকাট। নেদারল্যান্ডসের এই ব্যাটসম্যান ও সাবেক এসেক্স অধিনায়ক আরেকটি চমক দিলেন। ১৯ বছরের কাউন্টি ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। এ বছরের শেষে ব্যাট-প্যাড একেবারের জন্য তুলে রাখছেন ডেসকাট।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার গত জুনে ৪১ বছরে পা দিয়েছেন। ডেসকাট কাউন্টির দল অ্যাসেক্সের ১৯টি মৌসুম খেলেছেন, দায়িত্ব পালন করেছেন অধিনায়কত্বেরও। ৫৫৪ ম্যাচে ১৭ হাজার ৪৬ রানের পাশাপাশি ৩৪টি উইকেট নিয়েছেন।

দেশের হয়ে ডেসকাট ৩৩টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ ছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দলেও তাকে রাখা হয়েছে।

ডেসকাট বলেন, 'আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা অ্যাসেক্সে আমার সঙ্গে জড়িত ছিলেন।'  

ডেসকাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছিলেন। ২০১১ সালে যোগ দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে, এরপর ২০১২ ও ২০১৪ সালে ট্রফি জেতেন দলটির হয়ে।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়