ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যে কারণে জেমির দায়িত্ব অস্কারের কাঁধে  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২১
যে কারণে জেমির দায়িত্ব অস্কারের কাঁধে  

জেমি ডেকে এক ক্ষেত্রে ভাগ্যবানই বলা যায়। বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের চেয়ারটা যেন দোলাচলে দুলতে থাকে। কে কখন আসে, কখন যায়, নেই কোনো ঠিকঠিকানা। কিন্তু জেমি প্রায় তিন বছর ধরে রাজত্ব করে গেছেন লাল সবুজের ডাগআউটে। এ বার বুঝি সময় ফুরিয়ে এলো। 

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক আগ মুহুর্তে ২ ম্যাসের জন্য অব্যাহতি দেওয়া হয় ব্রিটিশ কোচ জেমিকে। ২০১৮ সাল থেকে কাজ করা এই কোচের চুক্তি আছে আরও বছর খানেক। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনকে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম কমিটির সভা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত? ব্যাখ্যা দিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল। 

‘গত মার্চে নেপাল ও কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফলাফল আমাদের ভালো লাগেনি। আমরা কোচ জেমি ডের সঙ্গে কয়েকবার কথা বলেছি। তার উত্তর বা কথায় আমরা সন্তুষ্ট হইনি। আজকের সভা শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী দুই মাস জেমি ডেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আগামী তিনটি টুর্নামেন্টে জাতীয় দলের দায়িত্ব থাকবে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের ওপর।’

মার্চে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নেপালের বিপক্ষে হারে বাংলাদেশ। তবে এ মাসের শুরুতে সাফকে কেন্দ্র করে খেলা কিরগিজস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভরাডুবিতেই মূলত কপাল পোড়ে জেমির। 

এদিকে বসুন্ধরাকে সাফল্যে ভাসাচ্ছেন অস্কার। তাকে দায়িত্ব দেওয়া নিয়ে নাবিল বলেন, ‘গত দুই বছরে ঘরোয়া লিগের পারফরম্যান্সে  তার (অস্কার ব্রুজোন) ফলাফল সবচেয়ে ভালো। আমরা তাঁর কোচিং লক্ষ্য করেছি। বাংলাদেশের খেলোয়াড় সম্পর্কে তাঁর ভালো অভিজ্ঞতা আছে। সেই ভিত্তিতেই তাঁকে নির্বাচন করেছি আমরা। ’

সাফের আগে অস্কারকে দায়িত্ব দেওয়া কতটা বাস্তবসম্মত? এমন প্রশ্নে নাবিল বলেন, ‘বাস্তবসম্মত কি না সেটা খেলা দিয়েই প্রমাণিত হবে। তবে স্বল্প সময়ের জন্য ধরছি না কারণ যেসব খেলোয়াড় জাতীয় দলের জন্য নির্বাচিত হয়েছে তারা সকলেই খেলার মধ্যে আছে। আর খেলোয়াড়দের নতুন করে ফিটনেসের কোনো ব্যাপার নাই, তারা সবাই ফিট আছে। কোচের সঙ্গে কথা বলেছি, তার কথা ভালো লেগেছে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ’

তিনি আরও বলেন, ‘অস্কার অনেকদিন থেকেই বাংলাদেশে আছে, সে কারণে আমরা তাঁকে নতুন কোচ বলছি না। এমন না যে মাত্র বাংলাদেশে এসেছে। দুই বছর ধরে সে বাংলাদেশে আছে। এ জন্যই তাঁকে আমরা নির্বাচিত করেছি।’

জেমির অধীনে বাংলাদেশ ২৯ ম্যাচ খেলে মাত্র ৯টিতে জিতেছে। আর হেরেছে ১৫টি ম্যাচে। ড্র হয়েছে ৫টি ম্যাচে। ২০১৮ সালে বাংলাদেশের দায়িত্ব নেন ৪১ বছর বয়সী এই ব্রিটিশ কোচ। জেমির রাজত্ব শেষে বাংলাদেশ ফুটবলে কি তবে অস্কার যুগ শুরু হলো? 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়