ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৭ বলে ১৮ রান তুলে জিতে গেল ঢাকা বিভাগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ১১:২২, ১৯ অক্টোবর ২০২১
১৭ বলে ১৮ রান তুলে জিতে গেল ঢাকা বিভাগ

ম্যাচসেরা নির্বাচিত হন শুভাগত হোম || (ফাইল ছবি)

জয়ের জন্য মাত্র ১৮ রান দরকার ছিল ঢাকা বিভাগের। আগের দিন আলোর স্বল্পতায় দিনের খেলার সময় বাড়াতে পারেননি আম্পায়াররা। এজন্য মঙ্গলবার তৃতীয় দিনে খেলা গড়ায়। 

তবে জয়ের জন্য অপেক্ষা করেনি ঢাকা বিভাগ। ১৭ বলে প্রত্যাশিত জয় তুলে নেয় কোনো অঘটন ছাড়াই। সিলেট বিভাগকে ৭ উইকেটে হারিয়ে জাতীয় লিগের ২৩তম আসরের যাত্রা শুরু করলো সাইফ হাসান, শুভাগত হোমরা। 

প্রথম ওভারে পেসার খালেদ হোসেনকে দুই চার হাঁকান রকিবুল হাসান। পরের ওভারে এনামুল হক জুনিয়রকে বাউন্ডারিতে পাঠান তাইবুর রহমান। এছাড়া সিঙ্গেল ও ডাবলসে সহজেই রান পেয়ে যান দুই ব্যাটসম্যান। তাতে জয়টাও চলে আসে অতি সহজে। রকিবুল ১৫ ও তাইবুর ৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ঢাকা বিভাগ। সিলেটকে প্রথমে মাত্র ৬৭ রানে গুটিয়ে দেয় তারা। যদিও ঢাকার ইনিংসও বড় হয়নি। ১৭৬ রান তোলে প্রথম ইনিংসে।

দ্বিতীয় ইনিংসেও সিলেটের ব্যাটসম্যানরা ব্যর্থ। ১৭৪ রানে শেষ তাদের লড়াই। ঢাকা ৬৬ রানের লক্ষ্য পায়। ৩ উইকেট হারিয়ে তারা জয় তুলে নেয় সহজেই।

এ ম্যাচে স্পিনারদের দাপটই ছিল বেশি। মোট ৩৩ উইকেটের ২১টি নিয়েছেন স্পিনাররা। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ঢাকা বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। শুভাগত হোমের পকেটে গেছে ৬ উইকেট। পাশাপাশি ব্যাটিংয়ে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন।

ঢাকা/ইয়াসিন        

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়