ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের নতুন কোচ জাভিয়ের কাবরেরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:৪০, ৮ জানুয়ারি ২০২২
বাংলাদেশের নতুন কোচ জাভিয়ের কাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্প্যানিশ ফুটবলার জাভিয়ের কাবরেরা। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে টিম ম্যানেজমেন্ট কমিটির এক সভায় তার নাম ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য কাবরেরাকে নিয়োগ দিবে বাফুফে। জেমি ডে’র স্থলাভিষিক্ত হবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ জানুয়ারি তার বাংলাদেশে আসার কথা রয়েছে।

জাভিয়ের কাবরেরা স্প্যানিশ দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল একাডেমির কোচ হিসেবে কাজ করেছেন। তার আগে নর্থ ভার্জিনিয়ার বার্সেলোনা একাডেমির কোচ ছিলেন তিনি। এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দুই বছর। ভারতে লা লিগা একাডেমিরও দায়িত্বে ছিলেন তিনি। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ স্পেনের দ্বিতীয় বিভাগের দল রায়ো মাহাদাহোন্দোরও দায়িত্ব পালন করেছেন এক সময়।

এ স্প্যানিশ এই কোচ আসন্ন এশিয়ান কাপে জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়