ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:২০, ৪ ফেব্রুয়ারি ২০২২
অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

দুই যুগ পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী মার্চ-এপ্রিলে বাবর আজমদের বিপক্ষে তিনটি করে টেস্ট ও ওয়ানডে সিরিজ এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে অজিদের। 

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তার অজুহাতে ক্রিকেটাররাও দেশটিতে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল।  

আরো পড়ুন:

তবে অস্ট্রেলিয়ার একটি দল পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে প্যাট কামিন্সদের দেশটি সফরের অনুমোদন দিয়েছে।

কামিন্স নিজেও নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন, আমাদের দলের সদস্যরাও সফর এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহী।

২৪ বছর পর অজিদের পাকিস্তান সফর নিয়ে সরকারের অনুমতি মেলায় পিসিবি, পাকিস্তান সরকার ও অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি। ২০২১ সালের নভেম্বরে স্থগিত হওয়া সফরটি অবশেষে ৪ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে। 

তিনটি ভেন্যুতে আগামী ৪-৮ মার্চ প্রথম টেস্ট দিয়ে পাকিস্তান মাটিতে শুরু হবে কামিন্সদের লড়াই। ১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্ট ও ২১-২৫ মার্চ হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

একই মাসের ২৯ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৩১ মার্চ এবং শেষটি হবে ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ এপ্রিল।
 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়