ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএল মঞ্চে বাপ্পি লাহিড়ীকে স্মরণ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০০:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
বিপিএল মঞ্চে বাপ্পি লাহিড়ীকে স্মরণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং গেয়েছিলেন সদ্য প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী।

মিরপুর শের-ই-বাংলায় অস্থায়ী মঞ্চে নিজের সুর ও সংগীত আয়োজনে বিপিএল থিম সং ‘বিপিএল কাপ’ গেয়ে শোনান এই কিংবদন্তি শিল্পী। তার সঙ্গে ছিলেন ভারতের আরেক শিল্পী শান ও বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ।

আরো পড়ুন:

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিপিএল খেলা চলাকালিন প্রয়াত শিল্পীকে স্মরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কুমিল্লা ও চট্টগ্রামের ম্যাচের প্রথম ইনিংস শেষে জায়ান্ট স্ক্রিনে ভেসে আসে বাপ্পি লাহিড়ীর হাসিমুখ। সেখানে লেখা ছিল, ‘রিমেম্বারিং বাপ্পি লাহিড়ী, ১৯৫২-২০২২।’

বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান ৬৯ বছর বয়সী বাপ্পি লাহিড়ী। একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত এক বছর ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়