ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

হারেও অর্জন দেখছেন নিগার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৫ মার্চ ২০২২   আপডেট: ১৭:২৫, ২৫ মার্চ ২০২২
হারেও অর্জন দেখছেন নিগার

ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে লড়াই করে হারল বাংলাদেশের মেয়েরা। প্রথমবার বিশ্বমঞ্চে নেমে এই শক্তিশালী দলের বিপক্ষে বল হাতে যে পারফরম্যান্স করেছে তারা, তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা একে অর্জন হিসেবে দেখছেন।

৪৩ ওভারের ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ১৩৫ রান করে ৬ উইকেট হারিয়ে। এই অল্প পুঁজিতেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে তারা ৪১ রানে ৪ উইকেট নিয়ে, তারপর পঞ্চম উইকেট ৭০ রানের মধ্যে তুলে নেয়। কিন্তু বেথ মুনি দাঁড়িয়ে যান, সঙ্গে ছিলেন আন্নাবেল সাদারল্যান্ড। তাদের দুজনের ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় অজিরা।

ম্যাচ শেষে নিগার বললেন, ‘আজকের অর্জন, অন্তত আমরা অস্ট্রেলিয়ানদের কঠিন সময় পার করালাম। সব কৃতিত্ব বোলার ও ফিল্ডারদের।’ সেই ব্যাটিং নিয়ে ফের আক্ষেপ প্রকাশ করলেন অধিনায়ক, ‘আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। আমরা ৩০-৪০ রান কম করেছিলাম।’

কন্ডিশন প্রতিকূলে ছিল বললেন নিগার, ‘যখন আমি জাহানারার সঙ্গে ব্যাটিং শুরু করলাম, তখন বাতাস ছিল। তার জন্য কঠিন হয়ে পড়েছিল। অন্ধকারও ছিল অনেক, প্রত্যেক বলে ডানে-বামে আমাকে ফিল্ডার পাল্টাতে হচ্ছিল।’

সালমা খাতুন তার স্পিন জাদুতে টানা ৩ ওভারে ১২ বলের ব্যবধানে তিন ব্যাটসম্যানকে ফেরান। অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং নিজের জন্মদিনে ডাক মারেন। এছাড়া অ্যালিসা হিলি ও রাসেল হেইনেসকেও ফেরান সালমা। ৯ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়া সালমার প্রশংসা করলেন নিগার, ‘সালমা খাতুন সত্যিই আজ ভালো বল করেছেন এবং আমি সত্যিই তাকে নিয়ে গর্বিত। আমরা যদি আরো ভালো করতাম, তাহলে আরো কঠিন সময় দিতাম তাদের।’

আগামী ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠেই হবে খেলা। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন অধিনায়ক, ‘আমরা এখানে আমাদের প্রথম ম্যাচ খেললাম এবং এখান থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেগুলো প্রয়োগ করব।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ