ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

‘এই বিশ্বকাপের পর মেয়েরা ক্রিকেট খেলতে আরো উৎসাহী হবে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৭ মার্চ ২০২২   আপডেট: ১৩:০১, ২৭ মার্চ ২০২২
‘এই বিশ্বকাপের পর মেয়েরা ক্রিকেট খেলতে আরো উৎসাহী হবে’

প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে খেলল বাংলাদেশ। ভারত ও ইংল্যান্ড ছাড়া বাকি চার প্রতিপক্ষের সঙ্গে দারুণ লড়াই করেছে তারা। বিশেষ করে বোলিংয়ে নজর কেড়েছে নিগার সুলতানার দল। ঘাটতি ছিল ব্যাটিংয়ে, যার মাশুল গুনেছে প্রতি ম্যাচেই। তবে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে ঐতিহাসিক জয় স্মরণীয় হয়ে থাকবে দেশের নারীদের ক্রিকেটে।

নারী ক্রিকেটের অগ্রগতিতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজনীয়তা বোধ করছেন নিগার, ‘আমাদের আরো বেশি ম্যাচ খেলা প্রয়োজন, আন্তর্জাতিক ম্যাচ এবং আমরা আরো শিখব। আমরা এখানে এসেছিলাম অনেক অভিজ্ঞতা পেতে এবং ভবিষ্যতের জন্য আমরা সব ইতিবাচক বিষয়গুলো নিতে চাই। আজকাল দেশের অনেক তরুণী ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলতে উৎসাহী এবং এই বিশ্বকাপের পর তা আরো বেড়ে যাবে।’

ইংল্যান্ডের কাছে ১০০ রানে হারের পর আবারো ব্যাটিংকে দায়ী করলেন অধিনায়ক, ‘ভালো একটি জুটির অভাব, যেভাবে আমরা শুরু করেছিলাম এবং পরে অনেক বেশি উইকেট হারালাম। আমি মনে করি এটা ছিল তাড়া করার মতো রান এবং উইকেটও খুব ভালো ছিল। টপ অর্ডার যদি ৩০-৩৫ ওভার খেলতে পারতো, ফল হয়তো ভিন্ন হতো। দলীয় প্রচেষ্টায় হতাশ হলেও ব্যক্তিগত প্রচেষ্টায় খুশি। সালমা খাতুন টুর্নামেন্ট জুড়ে ছিলেন দারুণ। নাহিদা আখতার, জাহানারা আলম ও রিতু মনির নামও বলতে হয়। গত দুটি ম্যাচে লতা খেলেছেন চমৎকার।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়