ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইপিএলে অ্যাবিউজের শিকার হয়েছিলেন শোয়েব আখতার!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৮ এপ্রিল ২০২২  
আইপিএলে অ্যাবিউজের শিকার হয়েছিলেন শোয়েব আখতার!

আইপিএলে ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানের পেস তারকা শোয়েব আখতার। শুক্রবার তিনি জানিয়েছেন সেবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অ্যাবিউজের শিকার হয়েছিলেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০০৮ সালের সেদিন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কলাকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে কলকাতা মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায়। ৬৮ রানের টার্গেটে মুম্বাইর হয়ে ব্যাট করতে নামেন ঘরের ছেলে শচীন টেন্ডুলকার ও সনাথ জয়সুরিয়া।

সেইদিনের স্মৃতিচারণ করে শোয়েব আখতার বলেন, ‘দারুণ একটি মাঠ ছিল। পরিবেশটাও দারুণ ছিল। স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না— এতো দর্শক ছিল। কিন্তু আমি শুরুতেই মারাত্মক একটা ভুল করে বসি। প্রথম ওভারেই আউট করে ফেলি শচীন টেন্ডুলকারকে। এরপর ফাইন লেগে ফিল্ডিং করার সময় আমাকে প্রচুর গালি শুনতে হয়। তখন সৌরভ গাঙ্গুলি আমাকে বলেন— মিড উইকেটে যাও। এই দর্শকরা তোমাকে মেরে ফেলবে। তোমাকে কে বলেছে শচীনকে আউট করতে? তাও আবার মুম্বাইতে!’

অবশ্য শচীন আউট হলেও জয়সুরিয়া ১৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতান। ওইদিনের ঘটনার পরও শোয়েব আখতার মুম্বাইতে আরও ম্যাচ খেলতে চেয়েছিলেন। কারণ, সেই দর্শকরাই, ‘অবশ্য এরপর আরও অনেকবার মুম্বাইতে আমার যাওয়া হয়েছে। সেখানকার মানুষের ভালোবাসা পেয়েছি আমি। তবে আমি খুশি ছিলাম এ জন্য যে সেদিন কেউ আমার দেশকে গালি দেয়নি। কেউ কোনো বর্ণবাদী মন্তব্য করেনি। ওয়াংখেড়ের সেদিনের দর্শকরা বেশ উত্তেজিত ছিল। আমি যদি সেখানে আরও ম্যাচ খেলতে পারতাম, ভালো লাগতো।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়