ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ক্রিকেটার বিয়ে করব না, অসম্ভব’

সাইফুল ইসলাম রিয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৪ মে ২০২২   আপডেট: ১৮:০৬, ৪ মে ২০২২
‘ক্রিকেটার বিয়ে করব না, অসম্ভব’

নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তার নেতৃত্বে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে। আপাতত খেলা নেই। ঈদ উল ফিতর তাই কাটছে পরিবারের সঙ্গে। এই উৎসবের দিনটা কেমন কেটেছে? কেনাকাটা কেমন হলো? সেসব জানতেই রাইজিংবিডি যোগাযোগ করে তার সঙ্গে। আনন্দদায়ক অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি। তবে কথায় কথায় উঠে এলো তার ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনাও।

প্রথম পর্ব পড়ুন: ‘ঈদ মানেই আম্মুর হাতের চটপটি’

আরো পড়ুন:

বিশেষ করে বিয়ের পিঁড়িতে কবে বসছেন, সেটাও জানালেন এক আলাপে। একদিকে জাতীয় দলের ক্রিকেটার, আবার অধিনায়কও। প্রস্তাব কেমন আসে কিংবা বিয়ে নিয়ে পরিকল্পনা কী জানতে চাইলে নিগার বললেন, ‘আমার অনেক সিনিয়ররা এখন সিরিয়ালে আছেন। জাহানারা আপু আছেন, রুমানা আপু আছেন, আমি সিরিয়াল ভাঙতে চাই না। উনারা করলে আমি করে ফেলব।’

পাত্র কোন ধরনের চান সেটাও জানিয়ে দিলেন নিগার। ক্রিকেট ধ্যানজ্ঞান হলেও কোনো ক্রিকেটারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান না, ‘ক্রিকেটারতো অবশ্যই না, অসম্ভব। ক্রিকেটার বিয়ে করব না আমি। ক্রিকেটাররা প্রচুর ব্যস্ত থাকে। আমি নিজেও ব্যস্ত থাকব। সেও যদি ব্যস্ত থাকে লাভ কী! একজনের তো ফ্রি থাকতে হবে। আবার বেশি ক্রিকেট বুঝলেও সমস্যা। জ্ঞান দিবে বেশি, এটা করো, ওটা করো। ব্যবসায়ী যে চাই ঠিক তা না, একজন সাধারণ মানুষ হবে। আমি চাই আমার মা-বাবাকে যেন সম্মান করে এমন মানুষ।’

অন্তত এক-দেড় বছরের আগে বিয়ের সাজে দেখা যাবে না অধিনায়ককে, ‘আল্লাহ যখন চায় তখন হবে (বিয়ে)। এটা আমি আমার মা বার ওপর ছেড়ে দিয়েছি। আর কবে কখন করব সেটা যদি বলতে হয়, এখনতো অনেক ব্যস্তু সূচি। বিয়ে করার জন্য সময়-প্রস্তুতি লাগে, এক-দেড় বছর পর হতে পারে।’

একই সঙ্গে বাংলাদেশকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও বললেন নিগার, ‘আমি মনে করব অসাধারণ, এক কথায় অসাধারণ। কারণ দেশের জন্য খেলাটা অনেক ভাগ্যের বিষয় আমি মনে করি। নিজের মাধ্যমে, আমাকে দেখে বাংলাদেশকে চিনছে। দেশের হয়ে খেলছি, এটাতো সবসময় বড় পাওয়া মনে হয় আমার কাছে। এর থেকে বড় পাওয়া হলো, প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ খেলেছে, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, সেই টিমকে নেতৃত্ব দেওয়া আমি মনে করি আসলে সৌভাগ্যের।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়