ঢাকা     শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||  চৈত্র ১২ ১৪২৯

আইসিসির চেয়ারম্যান হতে সৌরভকে সমর্থন দেবেন বর্তমান প্রধান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৯ মে ২০২২   আপডেট: ১৯:০৩, ২৯ মে ২০২২
আইসিসির চেয়ারম্যান হতে সৌরভকে সমর্থন দেবেন বর্তমান প্রধান

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষের পথে। এই বছর সেপ্টেম্বরে তার কার্যকাল শেষ হচ্ছে। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের পদে লড়তে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। আইসিসির বর্তমান সভাপতি গ্রেগ বার্কলে জানিয়ে দিলেন, এই লড়াইয়ে অংশ নিলে সৌরভকে সমর্থন জানাবেন তিনি।

চেয়ারম্যান পদ নিতে সৌরভ প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটা তার মুখ থেকে জানা যায়নি। তবে বার্কলে জানান, সৌরভের নাম প্রস্তাব করা হলে তিনি সমর্থন জানাবেন।

আইসিসির বর্তমান দায়িত্বে বার্কলের মেয়াদ শেষ হচ্ছে আর ছয় মাস পর। তারপরই নতুন নাম মনোনীত করা হবে। সেই তালিকায় সৌরভ থাকলে তিনি কী করবেন এমন প্রশ্নে বার্কলে বলেছেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আইসিসি বোর্ড চেয়ারম্যান হিসেবে সৌরভকে উপযুক্ত মনে করলে আমি তাকে সমর্থন জানাবো। অবশ্য সে আমাকে জানায়নি যে সে চেয়ারম্যানের দৌড়ে থাকতে চায় কি না।’

নিজে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান পদে থাকতে চান কি না প্রশ্নে আপত্তি জানাননি বার্কলে, ‘বোর্ড যদি আমার ওপর ভরসা দেখায় তাহলে আমার কোনো সমস্যা নেই। নভেম্বর মাসের বৈঠকে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়