ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৌরভের রহস্যময় টুইটে পদত্যাগের গুঞ্জন, উড়িয়ে দিলো বিসিসিআই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২ জুন ২০২২   আপডেট: ১৪:১০, ২ জুন ২০২২
সৌরভের রহস্যময় টুইটে পদত্যাগের গুঞ্জন, উড়িয়ে দিলো বিসিসিআই

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বুধবার তার ‘নতুন যাত্রা’ নিয়ে একটি রহস্যময় টুইট করেছিলেন, যা উসকে দেয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন। শেষ পর্যন্ত বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন।

সৌরভ এক সংক্ষিপ্ত টুইটে লিখেছিলেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের সঙ্গে আমার পথচলা শুরু হয়েছিল, ২০২২ সালে তা দাঁড়ালো ৩০তম বছরে। তখন থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমাকে আপনাদের সবার সমর্থন দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটি মানুষকে, যারা এই পথচলায় আমার সঙ্গে ছিলেন, আমাকে সমর্থন দিয়ে গেছেন এবং আজ আমি যেখানে সেখানে পৌঁছাতে সহায়তা করেছেন।’

তিনি আরও লিখেন, ‘আজ, আমি নতুন কিছু শুরুর পরিকল্পনা করছি। আমি মনে করি এটা সম্ভবত অনেক মানুষকে সাহায্য করবে। আমি আশা করি জীবনের এই অধ্যায়েও আপনারা আমাকে সমর্থন দিয়ে যাবেন।’

২০১৯ সালের অক্টোবরে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ। তিন বছরের মেয়াদের এখনও চার মাস বাকি তার। এমন সময়ে তার এই রহস্যময় টুইট অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলে, এমনকি কিছু গণমাধ্যমও তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন তোলে।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর যে গুঞ্জন চারপাশে, তা একেবারে ভুল। আমাদের দারুণ সময় কাটছে এবং আমরা সহকর্মীরা ভারতীয় ক্রিকেটের স্বার্থরক্ষায় ও আসন্ন সুযোগ গ্রহণে পুরোপুরি মনোনিবেশ করছি।’

গুঞ্জনের জবাব দিয়েছেন সৌরভও। পদত্যাগের খবরে বিস্মিত হয়ে পোস্টের ব্যাপারে খোলাসা করেছেন তিনি, ‘আমি একটি নতুন শিক্ষা অ্যাপ চালু করেছি। আমি বিস্মিত (গুঞ্জনে)। এটা ছিল একটা সাদামাটা টুইট, সেখানে পদত্যাগের কথা তো বলা হয়নি, একটুও না।’  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়