ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ওভারে ২০ রান তুলে নিউ জিল্যান্ডের ইতিহাস গড়া জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫১, ১১ জুলাই ২০২২  
শেষ ওভারে ২০ রান তুলে নিউ জিল্যান্ডের ইতিহাস গড়া জয়

হ্যারে টেকটরের প্রথম সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডকে ৩০১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হারানোর মঞ্চও প্রস্তুত করে ফেলেন বোলাররা। মার্টিন গাপটিল যখন আউট হন তখন নিউ জিল্যান্ডের রান ৫ উইকেটে ১২০। 

২২ গজে এরপরই আগমণ মিচেল ব্রেসওয়েলের। পরের গল্পটা একদিকে স্রেফ ইতিহাস গড়ার, আরেকদিকে হৃদয়ভাঙার। ৮২ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১২৭ রানের ক্যামিও ইনিংসে ব্রেসওয়েল একাই হারিয়ে দেন আয়ারল্যান্ডকে। তবে তার ১২৭ রানের ইনিংসের মাহাত্ব আরো বিশাল। 

আরো পড়ুন:

শেষ ওভারে জয়ের জন্য ২০ রান লাগত নিউ জিল্যান্ডের। ক্রিজে ব্রেসওয়েল ও সঙ্গে শেষ ব্যাটসম্যান ব্লায়ের টিকনার। নিউ জিল্যান্ডকে প্রথমবার ওয়ানডে ক্রিকেটে হারিয়ে ইতিহাস গড়ার হাতছানি আইরিশদের। কিন্তু ডাবলিনের ২২ গজে দাঁড়িয়ে থাকা ব্রেসওয়েল তা হতে দিলেন কই!  

পেসার ক্রেইগ ইয়ংয়ের ৫ বলে ২০ রান তুলে নিউ জিল্যান্ডকে ১ উইকেটে জয় এনে দেন ব্রেসওয়েল। ওভারের প্রথম দুই বলে দুই চার হাঁকান বাঁহাতি ব্যাটসম্যান। তৃতীয় বল ছক্কা। চতুর্থ বলে আবার চার। শেষ দুই বলে দুই রান হলেই সমীকরণ মিলিয়ে যায়। কিন্তু উইকেট রক্ষক ব্যাটসম্যান ডাবলিনের গ্যালারিতে বল পাঠিয়ে হাজারো সমর্থকদের হৃদয় ভেঙে দেন।

ছেলেদের ক্রিকেটে শেষ ওভারে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে নিউ জিল্যান্ড। এর আগে ১৯৮৭ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ রান তুলে ম্যাচ জিতেছিল। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের হিসেবে টানলে নিউ জিল্যান্ড নিজেদের রেকর্ডে ভাগ বসিয়েছে। ২০১৩ সালে শ্রীলঙ্কায় ২৩ ওভারের ম্যাচে নিউ জিল্যান্ড ২০ রান তুলেছিল। 

ব্রেসওয়েল ঝড়ে শেষ ১০ ওভারে ১০১ রান পায় নিউ জিল্যান্ড। যা রান তাড়ায় তৃতীয় সর্বোচ্চ। তাকে শেষ দিকে সঙ্গ দেন ইশ শোধী। ৩৫ বলে ২৫ রান করেন তিনি। এছাড়া ইনিংসের শুরুতে গাপটিল ৫১, লাথাম ২৩ ও ফিলিপস ৩৮ রান করেন। 

নিউ জিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড টেকটরের সেঞ্চুরিতে বিশাল পুঁজি পায়। টেকটর ১১৭ বলে ১১৩ রান করেন ১৪ চার ও ৩ ছক্কায়। এছাড়া ক্যাম্পার ৪৩ ও ম্যাব্রেইন ৩৯ রান করেন। 

রোমাঞ্চকর জয়ে আইসিসি সুপার লিগে ১০ পয়েন্ট পেল নিউ জিল্যান্ড। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ১২ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে দুই দল।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়