ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাকিবকে চুক্তি বাতিল করতেই হবে, উপায় নেই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৯ আগস্ট ২০২২   আপডেট: ১৮:৪২, ৯ আগস্ট ২০২২
সাকিবকে চুক্তি বাতিল করতেই হবে, উপায় নেই

সাকিব আল হাসান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে সমালোচিত হচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তারা তদন্ত করে এর সত্যতা যাচাই করে বাঁহাতি অলরাউন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এজন্য সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব চূড়ান্ত করাও পিছিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। বিসিবির উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিম বললেন, এমন চুক্তি করার আগে বোর্ডের কাছে অনুমতি চাওয়া বাধ্যতামূলক করা উচিত।  

সাকিব আল হাসান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে আলোচনায়। বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’-এর সঙ্গে আলাপচারিতায় সেই প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন ফাহিম। সাকিব অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেননি বলে খবর। এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘কোনও চুক্তির ব্যাপারে বোর্ডের কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যক হওয়া উচিত। কেউ এসে অন্তত বলবে যে আমি এটা করতে চাই, আমি বলবো ঠিক আছে করো। বোর্ডের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে হবে। আমি মনে করি এখানে বোর্ডের দোষ, তারা কেন আগে থেকে এটা করেনি, সবার জন্য অনুমতি চাওয়া বাধ্যতামূলক করেনি! এটা সবার ক্ষেত্রেই করা উচিত। আমি জানি না এখানে টেকনিক্যাল ব্যাপার কী আছে, সাকিব নিশ্চয় ভেবেচিন্তে সব করেছে। আমি এথিক্যাল ব্যাপার যদি বলি, যেহেতু জাতীয়ভাবে আমাদের এখানে (বেটিং) চল নেই, সেখানে শ্রদ্ধাশীল থাকা জরুরি।’

এ বিষয়ে দেশের দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের যে আইন বিদ্যমান আছে, সেখানে জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা যাবে না। সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডের কথা হলো সাকিব এটা করতে পারেন না। বোর্ড এখন যে অবস্থান নিয়েছে, তাতে সাকিবকে ওখান থেকে ফিরে আসতে হবে। আর যদি না সরে দাঁড়ান সেক্ষেত্রে বোর্ড কী করে সেটা মজার- কেন না বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি এমন হয়েছে যত বড় খেলোয়াড় তত বড় মাঠ পাবেন। এটা আমাদের ক্রিকেট সংস্কৃতির নেতিবাচক দিক। এসব বন্ধ না করলে হয়তো অন্য কোনো খেলোয়াড় জুয়া সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি করবেন। শৃঙ্খলা ঠিক করতে হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়