ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে জয়খরা কাটালো আয়ার‌ল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১০ আগস্ট ২০২২   আপডেট: ১২:২৫, ১০ আগস্ট ২০২২
শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে জয়খরা কাটালো আয়ার‌ল্যান্ড

টানা সাতটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে হারার পর অবশেষে জয়ের দেখা পেলো আয়াল্যান্ড। শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে এক বল বাকি থাকতে আফগানিস্তানকে তারা হারালো ৭ উইকেটে।

বেলফাস্টে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে আফগানিস্তান ৭ উইকেটে ১৬৮ রান করে। জবাবে ১৯.৫ ওভারে ৩ উইকেটে ১৭১ রান করে আয়ারল্যান্ড।

আরো পড়ুন:

শেষ ৬ ওভারে ৯ উইকেট হাতে রেখে ৪৮ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। কিন্তু কয়েকটি আঁটসাঁট ওভার করে তাদের চেপে ধরে আফগানিস্তান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। জর্জ ডকরেল ঠাণ্ডা মাথায় নাভিন উল হককে চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি চার মেরে স্বাগতিকদের জয় এনে দেন।

১০ রানে অপরাজিত ডকরেলের সঙ্গে এই জুটিতে ছিলেন হ্যারি টেক্টর, ১৫ বলে ২৫ রানে খেলছিলেন তিনি। এর আগে অ্যান্ডি বালবির্নির ৩৮ বলে ৫১ ও লোরকান টাকারের ৩২ বলে ৫০ রান দলকে শক্ত ভিত এনে দেয়।

আফগানিস্তানকে ব্যাটিংয়ে বেশ ভুগতে হয়েছিল। উসমান ঘানির ৫৯ রানের সঙ্গে শেষ দিকে ইব্রাহিম জাদরানের ১৮ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস আফগানিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। কিন্তু তা প্রতিহত করতে পারেনি তারা।

পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো আয়ারল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন আইরিশ অধিনায়ক বালবির্নি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়