ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবর আজম ক্রিকেটের ‘ক্রিস্টিয়ানাল মেসি’!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২১ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৪৫, ২১ আগস্ট ২০২২
বাবর আজম ক্রিকেটের ‘ক্রিস্টিয়ানাল মেসি’!

ফন ডার সারের সঙ্গে বাবরকে পরিচয় করান শাদাব (ছবি: টুইটার)

ওয়ানডে খেলতে এখন নেদারল্যান্ডসে পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে তারা। তৃতীয় ম্যাচের আগে বিশ্রাম মেলায় পুরো দল ঘুরতে যান দেশটির আইকনিক ক্লাব এএফসি আয়াক্সে। সেখানে লিজেন্ডারি ডাচ গোলকিপার এডউইন ফন ডার সারের সঙ্গেও সাক্ষাৎ হয় ক্রিকেটারদের। ক্রিকেটারদের সঙ্গে ক্লাবটির বর্তমান প্রধান নির্বাহীর পরিচয় করিয়ে দেন পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান। অধিনায়ক বাবর আজমকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাকে ‘ক্রিস্টিয়ানাল মেসি’ উল্লেখ করেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাংকিংধারী ব্যাটসম্যানকে সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো ও মেসির সংমিশ্রণ বলে ফন ডার সারের কাছে তুলে ধরেন শাদাব। বাবরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সে ক্রিকেটের ক্রিস্টিয়ানাল মেসি। ক্রিস্টিয়ানো (রোনালদো) ও মেসির সংমিশ্রণ।’

আরো পড়ুন:

ডাচ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ডুসান টাডিচ দুই দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি অদলবদল করেন। টিম ম্যানেজার মানসুর রানা ও ফন ডার সারও জার্সি বিনিময় করেন।

আয়াক্স তাদের টুইটারে পাকিস্তানের সঙ্গে ফটোসেশনের ছবি দিয়ে লিখেছে, ‘যখন ক্রিকেটের সঙ্গে ফুটবলের সাক্ষাৎ হয়। তোমাদের পেয়ে আনন্দিত।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়