ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বি’ ক্যাটাগোরিতে কত টাকা বেতন কমল বাবর-রিজওয়ানের?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৩১, ২৮ আগস্ট ২০২৫
‘বি’ ক্যাটাগোরিতে কত টাকা বেতন কমল বাবর-রিজওয়ানের?

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত ১৯ আগস্ট ২০২৫–২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। তবে এ ঘোষণায় সবচেয়ে বড় চমক এসেছে দুই সিনিয়র তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে। ধারাবাহিক ব্যর্থতার কারণে তারা আর ‘এ’ ক্যাটাগরিতে নেই, নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে।

গত মৌসুমে (২০২৪–২৫) এই দুজনই ছিলেন একমাত্র ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। অথচ সাম্প্রতিক সিরিজগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুজনকেই অবনমন দেওয়া হলো। ফলে নতুন মৌসুমে তাদের মাসিক বেতনও কমে যাবে উল্লেখযোগ্য হারে।

আরো পড়ুন:

বর্তমানে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসে পান ৪৫ লাখ পাকিস্তানি রুপি। এর মধ্যে ২০ লাখ ৭০ হাজার আসে আইসিসির ভাগ থেকে। অন্যদিকে, ‘বি’ ক্যাটাগরির বেতন ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ১০ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরিতে মাসিক ৭ লাখ ৫০ হাজার রুপি।

অর্থাৎ বাবর ও রিজওয়ান এখন থেকে মাসে পাবেন ৩০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ ৮৭ হাজার। এর আগে তাদের আয় ছিল ৪৫ লাখ রুপি বা প্রায় ১৯ লাখ ৩১ হাজার টাকা। এই হিসেবে মাসে প্রায় ৬.৫ লাখ টাকা কমে গেল তাদের পারিশ্রমিক।

এদিকে ক্রিকেট পাকিস্তান এর প্রতিবেদনে জানা গেছে, পিসিবি কেন্দ্রীয় চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়ার কথা ভাবছে। বর্তমানে খেলোয়াড়রা আইসিসি থেকে পাওয়া মোট আয়ের ৩ শতাংশ বোনাস হিসেবে পেয়ে থাকেন। বোর্ড মনে করছে এই বোনাস অযৌক্তিক। তাই এশিয়া কাপের পরবর্তী চুক্তি থেকেই হয়তো এই সুযোগ আর থাকবে না।

ফলে শুধু বাবর বা রিজওয়ান নন, পাকিস্তান দলে যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন— সবার বেতনই আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়