ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন ফরম্যাটে সাকিবের নিবেদনে মুগ্ধ ওয়াটসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৩ আগস্ট ২০২২   আপডেট: ১৩:২৭, ২৩ আগস্ট ২০২২
তিন ফরম্যাটে সাকিবের নিবেদনে মুগ্ধ ওয়াটসন

৩৫ বছর বয়সী সাকিব আল হাসান তিন ফরম্যাটে টানা খেলে যাচ্ছেন। ৩৮৩ আন্তর্জাতিক ম্যাচে সাকিব ১৩০১৬ রান করেছেন। উইকেট পেয়েছেন ৬৩১টি। এই বয়সে তিন ফরম্যাটে তার নিবেদনে মুগ্ধ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শেন ওয়াটসন। ১৪ বছরের ক্যারিয়ারে এই অলরাউন্ডারও দলের বড় দায়িত্ব পালন করেছেন। চাপ নিয়েছেন। পারফর্ম করেছেন। তাই তো সাকিবের নিবেদনে মুগ্ধ ওয়াটসন। 

সাকিবকে প্রশংসায় ভাসিয়ে আইসিসি রিভিউতে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অজি অলরাউন্ডার বলেছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে জানি, আন্তর্জাতিক ক্রিকেটে আমি যে খেলাগুলো খেলেছি, বিশেষ করে অলরাউন্ডার হিসেবে কাজটা চ্যালেঞ্জিং। যখন আপনি দিনের পর দিন খেলবেন তখন নিজের যত্ন নিতে হয় এবং শক্তি সংরক্ষণ করতে হয়। আর ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক শক্তি বজায় রাখতে হয়।’ 

বছরের পর বছর সাকিব একই ধারাবাহিকতায় যেভাবে খেলে যাচ্ছেন তা অসাধারণ বলে মন্তব্য করেছেন ওয়াটসন, ‘সাকিব এই কাজটা বছরের পর বছর করে আসছে। কাজটা নিঃসন্দেহে কঠিন। হয়তো বাইরে থেকে মনে হতে পারে, বাঁহাতি অর্থোডক্স হিসেবে কাজটায় ততটা চ্যালেঞ্জ নেই। কিন্তু উপমহাদেশের উইকেটে আপনাকে অনেক বোলিং করতে হয়। পাশাপাশি আপনাকে গিয়েই সঙ্গে সঙ্গে ব্যাটিং করতে হয়।’ 

ওয়াটসনের মতে, সাকিবের মতো দক্ষ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে বিরল,‘তার মতো ক্রিকেটের তিন ফরম্যাটে খেলা… এখন তো সারাবছর ক্রিকেট হয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে। তার মতো আমি কাউকে খুঁজে পাই না যে, তিন ফরম্যাটে ধারাবাহিকভাবে সফল এবং টানা খেলে যাচ্ছে।  ৩০ এর কাছাকাছি গড় এবং মিড-লেটে ৩০ গড় প্রতিটি ফরট্যাটে স্রেফ অসাধারণ। এবং ১৫ বছর ধরে বোলিংয়ে ৩০ এর নিচে গড় বলতেই হবে বিশেষ কিছু।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়