ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোহলিকে নিজের চেয়ে এগিয়ে রাখলেন সৌরভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১১ সেপ্টেম্বর ২০২২  
কোহলিকে নিজের চেয়ে এগিয়ে রাখলেন সৌরভ

সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির মধ্যে অনেক মিল। দুজনেই ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং আগ্রাসী মনোভাবের কারণে বিশেষ খ্যাতি রয়েছে তাদের। দলকে নেতৃত্ব দেওয়ার ধরনও বলা চলে একই। তাই দুজনের মধ্যে তুলনা হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সৌরভ, বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট, বললেন এসব বিবেচনায় তুলনা নয়। বরং দক্ষতার ভিত্তিতে তুলনা করা উচিত এবং সেখানে কোহলিকে এগিয়ে রাখলেন তিনি।

‘রণবীর শো’ অনুষ্ঠানে সৌরভের কাছে জানতে চাওয়া হয়, তাদের আগ্রাসনের ভিত্তিতে কোহলির সঙ্গে তুলনায় তার অনুভূতি কী? ভারতের সাবেক অধিনায়ক সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘আমি মনে করি না যে এটার (আগ্রাসন) ভিত্তিতে তুলনা করা উচিত। তুলনা হওয়া উচিত একজন খেলোয়াড়ের দক্ষতা বিবেচনায়। আমি মনে করি সে আমার চেয়ে অনেক বেশি দক্ষ।’

আরো পড়ুন:

সম্প্রতি এশিয়া কাপে সেঞ্চুরি করে এক হাজারেরও বেশি দিনের খরা কাটান কোহলি। ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে রিকি পন্টিংয়ের পাশে বসেছেন তিনি, তার উপরে কেবল শচীন টেন্ডুলকার (১০০)।

কোহলিকে নিয়ে সৌরভ আরও বলেন, ‘আমরা ভিন্ন প্রজন্মে খেলেছি, আমরা অনেক ক্রিকেট খেলতাম। আমি আমার প্রজন্মে খেলেছি এবং সে এখনও খেলে যাচ্ছে এবং সম্ভবত সে আমার চেয়েও বেশি খেলবে। সে বিস্ময়কর।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়