ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণে হতাশ বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২০ সেপ্টেম্বর ২০২২  
সাবেক খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণে হতাশ বাবর

বাবর আজম তার স্ট্রাইক রেট ও ফর্মের কারণে তীব্র সমালোচনা শুনছেন। তার অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বর্তমান অধিনায়ককে তোপের মুখে রেখেছেন তারই দেশের সাবেক খেলোয়াড়রা। শোয়েব আখতার থেকে শুরু করে শোয়েব মালিক, আকিব জাভেদ নানা সময়ে বাবরকে প্রশ্নবিদ্ধ করছেন। অনেক সমালোচনা শোনার পর অবশেষে নীরবতা ভাঙলেন পাকিস্তানি ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। করাচিতে প্রথম ম্যাচের আগে বাবর জানান, সাবেক খেলোয়াড়দের ব্যক্তিগত মন্তব্য তাকে কষ্ট দেয়।

আরো পড়ুন:

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাবর বললেন, ‘সাবেক খেলোয়াড়রা তাদের মতামত দিতেই পারে, কিন্তু যেটা আমাকে হতাশ করে তা হলো ব্যক্তিগত আক্রমণ। সাবেক খেলোয়াড়রা এসবের মধ্যে দিয়ে গেছেন, তারা জানেন কতটা চাপ আর দায়িত্ব আমাদের ওপর। আমি ব্যক্তিগতভাবে এসব বক্তব্যে বিরক্ত নই। আমার কিছুই যায় আসে না।’

বাবরের দৃঢ় বিশ্বাস, যদি সবকিছু স্বাভাবিক রাখতে পারেন এবং নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে খারাপ সময় কাটিয়ে উঠবেন শিগগিরই। তিনি বলেন, ‘এই সিরিজ ব্যক্তিগতভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করবো আমার ফর্ম ফিরে পেতে। খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হলে বেশি চিন্তা করা যাবে না, সবকিছু স্বাভাবিক রাখতে হবে। মূল ব্যাপার হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা। আমি জানি অতীতে ভালো করেছিলাম এবং ভবিষ্যতে ভালো করবো।’  

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়