ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিন্দুকদের কিছুই বলার নেই বাবরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২২  
নিন্দুকদের কিছুই বলার নেই বাবরের

স্ট্রাইক রেটের শোচনীয় অবস্থা এবং রানখরা- এশিয়া কাপে এই দুটোর কারণে সমালোচকরা শোরগোল শুরু করেছিল বাবর আজমকে নিয়ে। বৃহস্পতিবার তাদের নিস্তব্ধ করে দিলেন ঝড়ো এক ইনিংস খেলে। পাকিস্তানের অধিনায়ক ব্যাট হাতেই দিলেন নিন্দুকদের জবাব, মুখে কিছুই বললেন না।

কদিন আগে বাবর আক্ষেপ করে বলেছিলেন, দেশের সাবেক ক্রিকেটারদের সমালোচনায় কষ্ট পান তিনি। সেই মানসিক আঘাতকে শক্তিতে রূপান্তর করে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেললেন ৬৬ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস। করাচিতে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ২০৩ রানের জুটি গড়ে ১০ উইকেটে জেতালেন স্বাগতিকদের।

আরো পড়ুন:

ম্যাচ শেষে নিন্দুকদের বিরুদ্ধে তার মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। তাদের হতাশ করলেন বাবর, ‘আমার নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলোতে আমি মন দেই না।’

২৭ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, ‘আমরা ভালো কিংবা খারাপ, যেই পারফরম্যান্স করি না কেন দোষ খুঁজে বেড়ানো লোকেরা দোষ খুঁজে পাবে। আমাদের পারফরম্যান্সের ভিত্তিতে তারা আমাদের ধাক্কা দেওয়ার অপেক্ষা করে।’

ইংল্যান্ড দিয়েছিল ২০০ রানের লক্ষ্য। তাও মানসিকভাবে ভেঙে পড়েনি পাকিস্তান। কারণ বিশ্বাস ছিল এই রান তাড়া করার। বাবর বললেন, ‘আমি ও রিজওয়ান পরিকল্পনা অনুযায়ী খেললাম। পরিস্থিতি ও লক্ষ্য মনে ধারণ করে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলেছি। আমাদের একটাই লক্ষ্য নিশ্চিত করার ছিল, পাকিস্তানকে ম্যাচ জেতানো। আমার ও রিজওয়ানের মধ্যে ইতিবাচক সম্পর্ক, দলের সদস্যদের জন্য একে অন্যকে সমর্থন করা অপরিহার্য বিষয়।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়