ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেনা মাঠে অচেনা বাংলাদেশ  

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৩ অক্টোবর ২০২২   আপডেট: ১১:০৩, ৩ অক্টোবর ২০২২
চেনা মাঠে অচেনা বাংলাদেশ  

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের ভালো যায়নি। মেঘলা আবহাওয়ার পূর্ণ সুবিধা নিয়ে স্বাগতিক দলকে দমিয়ে রেখেছিল পাকিস্তানি বোলাররা। যদিও সিলেটের চেনা এই মাঠে ব্যাটসম্যানদেরই ব্যর্থতা ছিল বেশি। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (৩ অক্টোবর) টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ৭০ রানে থামে।

আরো পড়ুন:

শুরুটা হয়েছিল বিপর্যয়ে। প্রথম ওভারে শেষ বলে বোল্ড হন আগের ম্যাচে ঝড়ো ব্যাটিং করা শামীমা সুলতানা। পরের ওভারে আবার বোল্ড ফারজানা হক। অলরাউন্ডার রুমানা এসেও হাল ধরতে পারেননি। এই তিন জনই ১ রানের বেশি করতে পারেননি। ৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে লাল সবুজের দল। 

পাওয়ার প্লে থেকে আসে ৩ উইকেটে ১২ রান। খেলা হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি-লতা মন্ডল। দুজনে সামাল দিলেও রানটা ঠিক আসছিল না। ইনিংসের পঞ্চম ওভারে আসে প্রথম বাউন্ডারি। লতা যখন ধীরে ধীরে খোলস ছাড়িয়ে বের হওয়ার চেষ্টায় ছিলেন তখনই এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। ১৯ বলে ১২ রান করেন তিনি। এরপর জ্যোতির সঙ্গী হন সালমা। দুজনে খেলছিলেন, কিন্তু রান আসছিল না। তিনে নেমে ক্রিজ আঁকড়ে পড়ে থাকা জ্যোতিও বেশিদূর নিয়ে যেতে পারেননি দলকে। ৩০ বলে ১৭ রান করে ফেরেন তিনি। 

সালমা অপরাজিত ছিলেন ২৯ বলে ইনিংস সেরা ২৪ রান করে। রিতু মনি আউট হলে আসে বৃষ্টি। প্রায় আধঘণ্টা পর খেলা শুরু হতে ১৯তম ওভারে নাহিদা আক্তার রান আউট হন। 

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ডায়না বেগ ও নিদা দার। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ওমানিয়া সোহেলির

সিলেট/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়