ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঈনের চোখে বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ভারত ফেভারিট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৩ অক্টোবর ২০২২  
মঈনের চোখে বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ভারত ফেভারিট

আর মাত্র ১২দিন পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলগুলো হচ্ছে প্রস্তুত। এমন সময় ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলী জানিয়েছেন তার চোখে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ভারত ফেভারিট। তিনি নিজেদের ফেভারিট হিসেবে ধরতে রাজি নন।

পাকিস্তানের বিপক্ষে সপ্তম ও শেষ টি-টোয়েন্টি শেষে তিনি বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আমরা খুশি। ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা অস্ট্রেলিয়া যেতে পারব। তবে আমি মনে করছি না আমরা ফেভারিট। সত্য বলতে আমি ওভাবে ভাবছিও না। তবে আমি জানি আমরা খুবই ভয়ঙ্কর প্রতিপক্ষ। অন্যরা আমাদের সমীহ করেই খেলবে। তবে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়াই ফেভারিট।’

আরো পড়ুন:

রোববার রাতে শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬৭ রানে হারিয়ে ৪-৩ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে হাসি মুখেই তারা বিদায় নিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়