ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধাওয়ানের কাছে বাংলাদেশের মানুষ আবেগী

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৬ ডিসেম্বর ২০২২  
ধাওয়ানের কাছে বাংলাদেশের মানুষ আবেগী

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে বাংলাদেশ-ভারত সিরিজে দেখা যাচ্ছে দর্শকদের উপচেপড়া ভীড়। অন্য যেকোনো সময়ের মতো দর্শকদের আগ্রহ একটুও কমেনি। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ের পর প্রত্যাশার পারদ আরও উপরে উঠেছে।

বাংলাদেশি দর্শকদের নিয়ে ভালোই ধারণা আছে ভারতের ক্রিকেটারদের। প্রথম ম্যাচের আগের দিন অধিনায়ক রোহিত শর্মা, পরদিন শিখর ধাওয়ান প্রশংসা করেছেন দর্শকদের।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ধাওয়ান জানান বাংলাদেশের দর্শকরা আবেগী, ‘বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা সবসময় বুঝতে পারবেন। অবশ্য এটা সব দেশের বিপক্ষে হয়। আমি মনে করি বাংলাদেশের মানুষ বেশি আবেগী।’

প্রথম ওয়ানডেতে শের-ই-বাংলা ছিলা কানায় কানায় পূর্ণ। দ্বিতীয় ওয়ানডের আগে টিকিট নিয়ে হাহাকার। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে অনেকে টিকিট নিয়েছেন। বিকেল ৩টার আগেই বুথে টিকিট শেষ হয়ে যায়। দ্বিতীয় ম্যাচেও যে সাকিবদের সমর্থনে শের-ই-বাংলা সরগরম হবে সেটা স্পষ্ট।

‘তারা (দর্শকরা) সব সময় এটা উপভোগ করে একদম গভীর থেকে। এটা দারুণ মজার এবং আমাদেরও দৃঢ়তা এনে দেয়। এ রকম পরিবেশের মধ্যে খেলাটা মজার। এটা সেরা ফলাফল পেতে দারুণ কাজ করে। বাংলাদেশ দলকে তারা যেভাবে সমর্থন করে এটা দেখা আনন্দের। এটা দেখা অনেক ভাগ্যের’ —যোগ করেন ধাওয়ান।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়