ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আপনি সবসময় আমার সেরা কোচদের একজন থাকবেন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ০৯:০৩, ১৩ ডিসেম্বর ২০২২
‘আপনি সবসময় আমার সেরা কোচদের একজন থাকবেন’

ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের ডাগআউটে তিতে। সেলেকাওদের সঙ্গে প্রথম বিশ্বকাপ মিশনে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল। কাতারে ২০ বছরের ট্রফি খরা ঘুচানোর লক্ষ্যে দলের সঙ্গে এসেছিলেন। টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে সরে দাঁড়াবেন দায়িত্ব থেকে। কিন্তু হেক্সা মিশন অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো তাকে। টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় দেখতে হয়েছে ৬১ বছর বয়সী কোচকে। ঘোষণা মতো শেষ হয়েছে তার ব্রাজিল অধ্যায়ও। আর তাকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট দিলেন সুপারস্টার নেইমার।

তিনি এক খোলা চিঠি লিখেছেন তিতেকে। সেখানে জানালেন, প্রথম দেখায় তাকে পছন্দ হয়নি। করিন্থিয়ান্সের সাবেক কোচকে নিয়ে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড লিখেছেন, ‘আমাদের সামনাসামনি দেখা হওয়ার আগে আমরা অনেকবার একে অন্যের বিরুদ্ধে খেলেছি। আমি ভেবেছিলাম আপনি খুব বিরক্তিকর। কারণ আপনি সবসময় আমাকে মার্ক করে খেলার জন্য দলকে নির্দেশ দিতেন। আমাকে হারাতে আপনি সবকিছু করতেন।’

তবে ২০১৬ সালে যখন জাতীয় দলের দায়িত্ব নেন তিতে, তখন তার প্রতি অন্যরকম অনুভূতি তৈরি হয় নেইমারের, ‘আমি আপনাকে কোচ হিসেবে চিনি এবং জানি যে আপনি খুব ভালো ছিলেন। কিন্তু ব্যক্তি হিসেবে আপনি সেরা। আপনি জানেন আমি কে এবং এটাই আমার কাছে ব্যাপার। সবকিছুর জন্য প্রকাশ্যে আপনাকে ধন্যবাদ দিতে চাই। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, সেটার জন্যও- অনেক শিখেছি। আপনি সবসময় আমার সেরা কোচদের একজন ছিলেন এবং থাকবেন।’

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ অতিরিক্ত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেলেকাওদের বিদায় করে ক্রোটরা। প্রত্যাশা পূরণ না হওার আক্ষেপ নেইমারের কণ্ঠে, ‘কাতারে তিতে ও ব্রাজিল স্কোয়াড বিশ্বকাপ জেতার দাবিদার ছিল। যা করেছি, আমরা এটার দাবি রাখি। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন অর্জনে আমরা সব চেষ্টা করেছিলাম। কিন্তু ঈশ্বর সেভাবে চায়নি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়