ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করাচি টেস্টে ইউসুফ-পন্টিংকে টপকালেন বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৬ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৫:৩৪, ২৬ ডিসেম্বর ২০২২
করাচি টেস্টে ইউসুফ-পন্টিংকে টপকালেন বাবর

ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে শেষ টেস্টে জোড়া হাফ সেঞ্চুরিতে ২০২২ সালে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক ছোঁন বাবর আজম। নিউ জিল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে নবম সেঞ্চুরি করেছেন। এই ইনিংস খেলার পথে একাধিক রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের অধিনায়ক।

প্রথম সেশন শেষে বাবর অপরাজিত ছিলেন ৫৪ রানে। তাতে এক বছরে সর্বোচ্চ ২৫তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। ভাঙেন রিকি পন্টিংয়ের (২৪) রেকর্ড। এর আগে ১৩ রান করে ১৬ বছরের জাতীয় রেকর্ড ভেঙে দেন বাবর। এক বর্ষপঞ্জিকায় পাকিস্তানের সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক হন তিনি। পেছনে পড়েছেন ২০০৬ সালে ২৪৩৫ রান করা মোহাম্মদ ইউসুফ। প্রথম সেশন শেষেই বাবরের নামের পাশে রান ছিল ২৪৭৭।

২৮ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম ইনিংসে ৯০ রান করে হয়ে গেছেন এই বছরের শীর্ষ টেস্ট ব্যাটসম্যান। লাঞ্চের পর ৪৮তম ওভারে ছক্কা মেরে  ইংল্যান্ডের জো রুটকে (১০৯৮) পেছনে ফেলেছেন তিনি।

ইংল্যান্ডের এই বছর কোনও টেস্ট নেই, বাবরকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে কেবল অস্ট্রেলিয়ার উসমান খাজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১ রান করেন তিনি, এই বছর তার রান ১০৮০।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়