ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন-বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৬, ১৮ জানুয়ারি ২০২৩  
ওয়ালটন-বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ বৃহস্পতিবার

‘ওয়ালটন-বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২’ এর পুরস্কার বিতরণী আগামীকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি, ২০২৩) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সভাপতিত্ব করবেন বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস। আর সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

প্রযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্সের পাশাপাশি অন্যান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৮ নভেম্বর লুডু ইভেন্ট দিয়ে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যাল। আর ১ জানুয়ারি ২০২৩ টেবিল টেনিস ইভেন্টের মধ্য দিয়ে শেষ হয়।

এবারের স্পোর্টস ফেস্টিভ্যালে মোট ৭টি ইভেন্টে বিএসআরএফ-এর সদস্যরা এবং সদস্য নন এমন সাংবাদিকরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিযোগিতার ৭টি ইভেন্টের মধ্যে ৬টি ছিল বিএসআরএফ সদস্যদের জন্য। আর ১টি ইভেন্ট ছিল সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য। দাবা, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, ব্রিজ, টেবিল টেনিস, লুডু (সদস্যদের জন্য) ও লুডু (সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য)।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়