ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্থায়ী ঠিকানা হলো মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৩  
স্থায়ী ঠিকানা হলো মেয়েদের

কোথায় অনুশীলন হবে? উত্তরটা একটাই মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠ। জাতীয় ক্রিকেট দল হোক বা ‘এ’ দল। এইচপি হোক বা বাংলা টাইগার্স। কিংবা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বা নারীদের জাতীয় দল। সবার ঠিকানা একটাই, জাতীয় ক্রিকেট একাডেমি।

গত মৌসুমে এইচপি ও বাংলা টাইগার্সের অনুশীলন হয়েছে বগুড়া ও সিলেট। স্থায়ী ঠিকানা হয়নি। তবে এবার স্থায়ী ঠিকানা পেতে যাচ্ছে জাতীয় নারী দল। সঙ্গে ছেলেদের অনূর্ধ্ব-১৯ দলও। নারীদের জন‌্য খুলনা স্টেডিয়াম এবং অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের জন‌্য বরাদ্দ দিয়েছে ক্রিকেট বোর্ড। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। জাতীয় ক্রিকেট দলের  খেলা ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও অনুষ্ঠিত হচ্ছে। এগুলোতে রয়েছে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা।

আরো পড়ুন:

২০১৬ সালের ৫ এপ্রিলের ঝড়ে খুলনা স্টেডিয়ামের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হওয়ার পর সেখানে আর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা হয়নি। প্রায় সাত বছরেও সেই স্টেডিয়াম সংস্কার করা হয়নি। রাজশাহী স্টেডিয়ামেও নিশ্চিত করতে হবে সকল সুযোগ সুবিধা। এনএসসির পাশাপাশি দুটি মাঠেই বিসিবি উন্নয়নের কাজ চালাবে।

বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান মাহবুব আনাম, ‘আগে শুধু জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল অনুশীলন করত। এখন অনূর্ধ্ব-১৯ নারী দল হয়েছে, জাতীয় নারী দলের এফটিপি হয়েছে। তাই মাঠ যেমন প্রয়োজন, অনুশীলনের সুবিধাও প্রয়োজন। আগে বলেছিলাম, একেকটা সেন্টার ধরে কাজে হাত দেবো। আমি রাজশাহী ঘুরে এসেছি। আমরা এরই মধ্যে সেখানে কাজে হাত দিয়েছি।’

‘রাজশাহীতে ইনডোর সুবিধাটি পুনর্গঠন করা হচ্ছে। ওটার মেরামতের কাজে হাত দিয়েছি। চট্টগ্রাম ও সিলেটে আমরা যেভাবে অনুশীলন সুবিধা তৈরি করেছি, একইভাবে আমরা রাজশাহীতে কাজটা করব। আমরা আশা করছি এই বর্ষার মধ্যেই রাজশাহীর অনুশীলন সুবিধা প্রস্তুত করব এবং অনূর্ধ্ব-১৯ ছেলেদের জন্য একটা স্থায়ী অনুশীলনের ব্যবস্থা করব।’

‘একইভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে খুলনাকে আমরা নারী দলের অনুশীলনের জন্য তৈরি করব। আমাদের সার্ভেয়াররা এখন রাজশাহীতে কাজ করছে। রাজশাহীর কাজ শেষ করে তারা খুলনার কাজটা ধরবে।’

বরিশালের মাঠেও নজর দেওয়ার কথা বলেছেন মাহবুব আনাম, ‘আমরা বরিশালের কাজ ধরব। এনএসসি বরিশালের মাঠের উন্নয়ন কাজ করেছে। আমরা একইসাথে মাঠের বাইরে অনুশীলনের জন্য বাকি যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর কাজ শুরু করব। এ তিনটা মাঠের কাজই আমরা এই মৌসুমে শুরু করব। আশা করছি এই বছরের মধ্যেই এই তিনটা সুবিধা তিনটা গ্রুপের অনুশীলনের জন্য তৈরি হয়ে যাবে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়