ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাঈমের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি, মুশফিকের প্রথম ফাইফার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩  
নাঈমের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি, মুশফিকের প্রথম ফাইফার

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেলেন নাঈম ইসলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের আরেকটু কাছে পৌঁছে গেছেন নাঈম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিসিএলের তৃতীয় রাউন্ডের শেষ দিনের খেলায় বগুড়ায় বিসিবি নর্থের জোনের এ ব‌্যাটসম‌্যান ১০৭ রান করেন। প্রথম ইনিংসেও ১০৭ রান করেছিলেন নাঈম। দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ সেঞ্চুরি পেয়েছেন তুষার ইমরান। এখন নাঈমের সামনে তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি।

নাঈমের সেঞ্চুরি দিনে ১০ রানের আক্ষেপে পুড়েছেন তানজিম সাকিব। ৯০ রান করেন এ পেস অলরাউন্ডার। এছাড়া, আমিনুল ইসলাম বিপ্লবের ব্যাট থেকে আসে ৬২ রান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব‌্যাংক ইস্ট জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪১৯ রান তোলে। এরপর দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র হয়।    

এদিকে, কক্সবাজারে দিনের আরেক ম‌্যাচে নাসুম আহমেদের ঘূর্ণিতে ম‌্যাচ হেরেছে বিসিবি সেন্ট্রাল জোন। ৩০৭ রানের টার্গেটে ব‌্যাটিংয়ে নেমে ১৯৭ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। নাসুম ৫ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। ১১০ রানের জয়ে সাউথ জোন নিশ্চিত করেছে বিসিএলের ফাইনাল। আগে থেকেই দুই জয় নিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল সেন্ট্রাল জোন। এ দুই দল ৪ মার্চ কক্সবাজারে ফাইনাল ম‌্যাচে মুখোমুখি হবে।

নাসুমের ফাইফারের আগে সেন্ট্রাল জোনের পেসার মুশফিক হাসানও ৫ উইকেট পেয়েছেন। আগের দিন ৩ উইকেট পেয়েছিলেন ডানহাতি পেসার। আজ বল হাতে দ্যুতি ছড়িয়ে পেয়েছেন আরও ২ উইকেট। তাতে পেয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ফাইফারের স্বাদ।

লক্ষ‌্য তাড়ায় সেন্ট্রাল জোনের ব‌্যাটিং একদমই ভালো হয়নি। সৌম‌্য ৬, মিথুন ১৯, জাকের আলী ১৯ ও শুভাগম হোম ২৫ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন আইচ মোল্লা।

ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়