ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাকিব সেন্সিবল বয়, দেশের প্রোপার্টি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ২০:০৩, ১৮ মার্চ ২০২৩
সাকিব সেন্সিবল বয়, দেশের প্রোপার্টি: বিসিবি

মাঠের বাইরে প্রায়শই বিতর্কে জড়ান সাকিব আল হাসান। নিয়ম-নীতির তোয়াক্কা না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভূক্ত ক্রিকেটার হয়ে এমন কর্মকাণ্ডে জড়ান যেখানে নিয়ন্ত্রক সংস্থাকে বারবার বিব্রত হতে হয়। এবারও ঠিক তেমনই এক কাজ করেছেন এবং যথারীতি তাতে বিসিবিও বিব্রত। কিন্তু নিরুপায়!

নিরুপায় কারণ এবার সাকিবের বিতর্কিত কর্মকাণ্ড নজরে রাখছে খোদ আইনশৃঙ্খলা বাহিনী। তবুও সাকিবের পাশে থাকার কথা বলছে বিসিবি। শনিবার সিলেটে বাংলাদেশ আয়ারল‌্যান্ডের প্রথম ওয়ানডে দেখতে এসে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমি ইনফ্যাক্ট এটা নিয়ে এই সিরিজের মাঝখানে আলাপ করতে চাচ্ছিলাম না। পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখিছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যখন নাকি একদিনের ব্যবধানে এটা হয়েছে। আমাদের ওই সময় হয়নি পুরো বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন তাদের জিজ্ঞেস করার।’

সাকিবের উপর পূর্ণ আস্থা রেখে জালাল ইউনুস আরও বলেছেন, ‘আমরা মনে করি সাকিব ইজ অ্যা ভেরি সেন্সিবল বয়। সবকিছুর জ্ঞান আছে তার এসব ব্যাপারে। কোথায় কী করতে হবে, না করতে হবে খুব ভালো জানে। আমরা তাদের সঙ্গে এটা নিয়ে আলাপ-আলোচনা করিনি। অবশ্যই আমরা তাকে প্রটেক্ট করবো। কারণ, সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের প্রোপার্টি। তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব।’ 

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়