ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষায় নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ২০:০৬, ১৯ মার্চ ২০২৩
ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষায় নিউ জিল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট অবিশ্বাস্যভাবে শেষ বলে জিতে নেওয়া নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্ট ইনিংসে ব্যাবধানে জিতে নেওয়ার অপেক্ষায় আছে।

কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের জোড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের করা ৫৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের আজ রোববার তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৬৪ রানে।

এরপর ফলোঅন করতে নেমে ২ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। নিউ জিল্যান্ডের চেয়ে এখনো তারা ৩০৩ রানে পিছিয়ে আছে। কুশাল মেন্ডিস ৫০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ১ রানে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

দলীয় ৯৭ রানের মাথায় দিমুথ করুণারত্নে ৪ চারে ৫১ রান করে আউট হন। আর ২৬ রানের মাথায় অীসাদা ফার্নান্দো আউট হন ব্যক্তিগত ৫ রানে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে দিমুথ করুণারত্নে ওয়ান ম্যান আর্মি হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া ৩৭ রান করেন দিনেশ চান্দিমাল। ১৯টি রান আসে নিশান মাদুশ্কার ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

বল হাতে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ও মাইকেল ব্রেসওয়েল ৩টি করে উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়