ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১ বলও ফিল্ডিং না করা বিজয়ের ব্যাটে আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৯ মার্চ ২০২৩  
১ বলও ফিল্ডিং না করা বিজয়ের ব্যাটে আবাহনীর জয়

সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমাবর্তন নিয়ে দুপুরে মাঠে নেমে আবাহনী লিমিটেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিসিএল) রোববার ফতুল্লায় মুখোমুখি হয় আবাহনী-শাইনপুকুর।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৩ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে শাইনপুকুর। ২১.১ ওভারে ১ উইকেটে আবাহনী স্কোরবোর্ডে ১৪১ রান করলে আবার আসে বৃষ্টি। খেলা আর মাঠে না গড়ানোতে বৃষ্টি আইনে ১০ রানে জেতে ঐতিহ্যবাহী আবাহনী।

১টি চার ও ৪টি ছয়ে বিজয় ৬৪ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। তিনি ১ বলও ফিল্ডিং করেননি। সমাবর্তন থাকায় তিনি ফিল্ডিং করতে পারেননি। প্রতিপক্ষের অধিনায়কও বিষয়টি মেনে নিয়েছেন। তাই তার ব্যাটিংয়ে কোনো সমস্যা হয়নি।

এ ছাড়া ৪৮ বলে ৪৩ রান করে আউট হন নাঈম শেখ। বিজয়ের সঙ্গে ১৬ বলে ১৩ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদুল হাসান জয়। শাইনপুকুরের হয়ে ১টি উইকেট নেন আমিনুল ইসলাম বিপ্লব।

এর আগে তানভীর ইসলাম-রাকিবুল হাসানদের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেনি শাইনপুকুর। সর্বোচ্চ ৩৬ রান আসে সাজ্জাদুল হক রিপনের ব্যাট থেকে। এ ছাড়া খালিদ হাসান ৩৫ ও অভিষেক মিত্র ৩৩ রান করেন।

তানভীর ৬ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এ ছাড়া রাকিবুল-সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়