ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইসিসি র‌্যাংকিংয়ে মুশফিকের চার ধাপ উন্নতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২২ মার্চ ২০২৩  
আইসিসি র‌্যাংকিংয়ে মুশফিকের চার ধাপ উন্নতি

ওয়ানডে ব্যাটসম্যানদের সর্বশেষ র‌্যাংকিং বুধবার (২২ মার্চ, ২০২৩) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সবশেষ র‌্যাংকিংয়ে চার ধাপ উন্নতি করেছেন বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি ২২তম অবস্থান থেকে উঠে এসেছেন ১৮তম অবস্থানে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি (৬০ বলে) করে এই উন্নতি করেন তিনি। তার আগে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। র‌্যাংকিং টেবিলে তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৪৬।

শেই হোপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলে দুইধাপ উন্নতি করেছেন ১৫তম অবস্থান থেকে তিনি উঠে এসেছেন ১২তম অবস্থানে।

উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঝড় তুলে জয় ছিনিয়ে নেওয়া হেনরিক ক্লাসেন ১৩ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩০তম অবস্থানে। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমা ১৭ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩৯তম স্থানে।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাবর আজম। আরেক পাকিস্তানি ইমাম-উল-হক একধাপ উন্নতি করে উঠে এসেছেন তৃতীয় স্থানে।

এদিকে রোহিত শর্মা একধাপ উন্নতি করে নবম স্থানে ও কেন উইলিয়ামসন একধাপ উন্নতি করে অবস্থান নিয়েছেন সেরা দশে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়