ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিন্ন ফরম্যাট তাই লড়াইটাও হবে ভিন্ন, বার্তা দিয়ে রাখলো আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ১৭:২৩, ২৫ মার্চ ২০২৩
ভিন্ন ফরম্যাট তাই লড়াইটাও হবে ভিন্ন, বার্তা দিয়ে রাখলো আয়ারল্যান্ড

ইন্সটাগ্রামে বায়োতে নিজের সম্পর্কে পরিস্কার বার্তা দিয়ে রেখেছেন রস আডায়ার। এক্স প্রো রাগবি খেলোয়াড়। এখন আইরিশ ক্রিকেটার। সঙ্গে প্রোপারটি ডেভেলাপমেন্ট ম‌্যানেজার। 

পেশাদার রাগবি খেলোয়াড় থেকে পুরোদস্তর ক্রিকেটার হওয়ার নজির রয়েছে বেশ। রস আডায়ার সেই তালিকা আরও সমৃদ্ধ করেছেন। তবে তার ছোট ভাই মার্ক আডায়ার শুরু থেকে ক্রিকেটার হওয়ায় তার পথ অনেকটাই মসৃণ হয়েছে।

আরো পড়ুন:

চলতি বছরই রসের অভিষেক। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব‌্যবধানে হেরে যাওয়া সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ডানহাতি ব‌্যাটসম‌্যানের। প্রথম ম‌্যাচে ৫ রানে আটকে গেলেও পরের ম‌্যাচে ঝকঝকে ৬৫ রান করেন। তৃতীয়টায় আবার ১। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ খেলতে রস আডায়ার এখন বাংলাদেশে।

কিন্তু দল ভালো না করায় এখানের পরিস্থিতি খুব ভালো নেই। ওয়ানডে সিরিজ আয়ারল‌্যান্ড হেরেছে ২-১ ব‌্যবধানে। তাইতো গোটা দল হতাশায় নিমজ্জিত। গণমাধ‌্যমের মুখোমুখি হয়ে রস সেই কথাই বললেন, ‘নিশ্চিতভাবেই সবাই হতাশ। তবে এখানে নতুন করে শুরু করার চেষ্টায় আছে সবাই। কারণ, ফরম‌্যাটটা একেবারে নতুন। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। আমরা জানি বাংলাদেশ কতটা শক্তিশালী। তবুও আমরা নতুন ফরম‌্যাটে তাদের বিরুদ্ধে সুযোগ নিতে মরিয়া।’

টি-টোয়েন্টি শুরুর আগে নিজেদের সামর্থ‌্যে জোর দিচ্ছে আয়ারর‌্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেট খেলে বাংলাদেশকেও চমকে দিতে চায় আইরিশরা, ‘বাংলাদেশকে এখানে হারাতে হলে অবশ‌্যই তাদের থেকে অনেক ভালো পারফর্ম করতে হবে। ব‌্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা শক্তিশালী। এজন‌্য আমাদের সব সুযোগগুলো গ্রহণ করতে হবে। আমরা আমাদের সামর্থ‌্যে বিশ্বাস রাখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। মাঠে শৃঙ্খল পারফরম‌্যান্স হতে পারে লড়াইয়ে ভিত। ব‌্যাটিংয়ে নিজেদের উপর আস্থা রেখে শট খেলতে হবে। বোলিংয়ে ফিল্ডিং পজিশন স্থির রেখে বোলিং করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে হলে আমাদেরকে বড় জয় পেতে হবে।’

আয়ারল‌্যান্ডকে আত্মবিশ্বাসী করছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম‌্যান্স। যেখানে তারা স্কটল‌্যান্ডকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল‌্যান্ডকেও হারায়। নিজেদের ব্র‌্যান্ডের ক্রিকেট খেলে বাংলাদেশকেও চমকে দিতে চায় তারা, ‘আয়ারল‌্যান্ড নিজের ক্রিকেট নিয়ে গর্বিত। আমরা সব সময় নিজেদের অর্জনে গর্ব খুঁজে পাই। মনে হতে পারে আমরা ওয়ানডেতে তেমন কিছু করিনি। কিন্তু মাঠে আমাদের সবটা ঢেলে দিয়েছি। ছেলেরা ওয়ানডে হারের জন‌্য হতাশ। আশা করছি আমরা টি-টোয়েন্টিতে ভালো কিছু করবো।’

‘আমি ব‌্যক্তিগতভাবে টি-টোয়েন্টি পছন্দ করি। আমি অনুভব করি এই ধরণের ম‌্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল‌্যান্ড বিশ্বকাপে ভালো করেছে। বড় কয়েকটি জয় এসেছে। সেই ধারাটাই এখানে নিয়ে আসতে চাচ্ছি। জানুয়ারিতে ২-১ ব‌্যবধানে জিম্বাবুয়ে আমাদের হারিয়েছে। সেই ব‌্যর্থতা ঝেরে আমরা সামনে এগুতে চাই।’

‘আমরা যেটা করতে ভালোভাসি সেই কাজটাই করবো। আমরা অনুভব করি আমরা মাঠে আক্রমণাত্মক ব‌্যাটিং ও বোলিং করতে পারব। আমরা যদি সেই কাজটা করতে পারি আপনি নিশ্চিত নন কি পেতে যাচ্ছেন।’

‘বাংলাদেশ ইনিংসের মধ‌্যভাগে ভালো ব‌্যাটিং করেছে। তারা মুশফিকুর রহিম ও বাকিদের নিয়ে দারুণ পরীক্ষা চালিয়েছে। অসাধারণ ব‌্যাটিং করেছে সে। আমরা বাংলাদেশকে নিশ্চিতভাবেই ভয় পাই না। তবে তাদের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বীতা গড়তে চাই।’

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়