ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগে পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৮ মার্চ ২০২৩  
ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগে পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি) -এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগ-২০২৩’ এ বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

পুলিশ ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়। শাহিন চেস ক্লাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়।

বাংলাদেশ পুলিশ আজ (মঙ্গলবার) সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীকে ২.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত উভয় দল সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিল।

আজ সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শিরোপা নির্ধারণী সপ্তম তথা শেষ রাউন্ডের ম্যাচে বাংলাদেশ পুলিশের পক্ষে দুই ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভেলাভান ভার্ষিনি যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন।

বাংলাদেশ পুলিশের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের সাথে ড্র করেন। বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলোকে পরাজিত করেন।

বাংলাদেশ পুলিশ দলের অধিনায়ক ছিলেন ড. শোয়েব রিয়াজ আলম এবং খেলোয়াড়রা হলেন- মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি, মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার ভেলাভান ভার্ষিনি ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।

বাংলাদেশ নৌবাহিনীর অধিনায়ক ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ এবং খেলোয়াড়রা হলেন- ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু।

তৃতীয় স্থান লাভ করা শাহিন চেস ক্লাব শেষ রাউন্ডের খেলায় ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। শহিন চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন নুশরাত জাহান লিজা, আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা, কিশোয়ারা সাজরীন ইভানা ও জান্নাতুল প্রীতি। 

৭ পয়েন্ট করে মেমোরিয়াল চেস ক্লাব চতুর্থ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব পঞ্চম স্থান লাভ করে। তিন পয়েন্ট করে নিয়ে বসির মেমোরিয়াল চেস একাডেমি ষষ্ঠ ও শেখ রাসেল চেস ক্লাব সপ্তম স্থান লাভ করে। কোন ম্যাচ পয়েন্ট না পেয়ে টিম বরিশাল অষ্টম হয়।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দল এবারের প্রথম বিভাগ মহিলা দাবা লিগে অংশগ্রহণ করে।

আগামীকাল বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

এবারের এই প্রতিযোগিতায় ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার রয়েছে। যার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থান লাভকারী দল ১০ হাজার টাকা পাবে। শীর্ষস্থান প্রাপ্ত তিনটি দলের খেলোয়াড়দের ট্রফি ও মেডেল দেওয়া হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে রাইজিংবিডি.কম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়