ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমিনুলের পর রিশাদ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৩১ মার্চ ২০২৩  
আমিনুলের পর রিশাদ

ছিলেন ব‌্যাটসম‌্যান। অনেকটা জোর করেই তাকে বানানো হয়েছিল লেগ স্পিনার। শুরুর চমক বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ১০ টি-টোয়েন্টি খেলেই আমিনুল ইসলাম বিপ্লব জাতীয় দল থেকে দৃষ্টিসীমার বাইরে। পরিস্থিতি এমন যে ঘরোয়া ক্রিকেটেও তার সুযোগ নিয়মিত হয়না। লেগ স্পিনারের তকমা পাওয়ার পর নিভু হয়ে গেছে ব‌্যাটিং স্বত্ত্বাও।

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার মানেই এক ‘ধাঁধা’। সেই তালিকায় নতুন করে যুক্ত হলো ২০ পেরুনো রিশাদ হোসেনের। বাংলাদেশের ৮০তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হলো লেগ স্পিনারের। আমিনুলের পর প্রথম লেগ স্পিনার।  

২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক আমিনুলের। কোভিডের পর ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে শেষবার তাকে জাতীয় দলে দেখা গিয়েছিল। তার উপস্থিতিতে হন্যে হয়ে লেগ স্পিনার খুঁজেছেন নির্বাচকরা। 

সমাধান মিলল রিশাদ হোসেনেই। তবে তরুণ স্পিনার নিজের আগমণী বার্তা আমিনুল ইসলামের আগেই দিয়ে রেখেছিলেন। নিয়মিত ‘এ’ দল, বিসিবি একাদশ, এইচপি দল, বাংলা টাইগার্সে খেলেছেন। জাতীয় দলের নেটে যখন তখন তার ডাক পড়েছে। দেশে তো বটেই, দেশের বাইরেও তাকে বোলিং করতে উড়িয়ে নেওয়ার ঘটনাও রয়েছে।

৫ বছর আগে স্বীকৃত ক্রিকেটে রিশাদের অভিষেক হলেও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ কমই পেয়েছেন রিশাদ। তিন সংস্করণ মিলিয়ে মাত্র ২৮টি ম্যাচ খেলেন তিনি। চলমান ঢাকা লিগে আবাহনীর হয়ে তিন ম্যাচের কোনোটিতেই একাদশে ছিলেন না। সবশেষ টি-টোয়েন্টে খেলেছেন ২০২১ সালের জুনে।

ক্রিকেটার হিসেবে রিশাদের পথ চলার শুরু হয়েছিল নীলফামারী জেলার ছমিরউদ্দিন স্কুলের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট থেকে। এরপর  নজরুল স্মৃতি একাডেমির হয়ে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন। 

২০১৭ সালে তার জীবনের বাক বদল হয়। ওই বছর স্পিনার হান্টে যোগ দেন। জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়েও জিতে রিশাদ চলে আসেন জাতীয় পর্যায়ে। সেখানেও নজর কাড়লেন বিচারকদের। শেষ পর্যন্ত স্পিনার হান্টের বিজয়ী হতে পারেননি, তবে ছিলেন সেরা দশে। সঙ্গে পেয়ে যান সেরা ‘অ্যাকুরেসি’ স্পিনারের পুরস্কার।

স্পিনার হান্টে যোগ দেওয়ার ১৫ মাসের ভেতরেই বাংলাদেশ ‘এ’ দলে যোগ দেন এই লেগ স্পিনার। সঙ্গে ২০১৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ৫টি ম্যাচ খেলেন। নানা পথ, অলি-গলি ঘুরে রিশাদ এখন জাতীয় দলের এগারজনের একজন। অধিনায়ক সাকিবের হাত থেকে পেয়েছেন অভিষেক ক‌্যা্প।   

চন্ডিকা হাথুরুসিংহের হাত ধরে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের আর্বিভাব হয়েছিল। তবে লিখনের ওপর আস্থার হাত সরাতে সময় নেননি হাথুরুসিংহে। দায় আছে লিখনেরও। রিশাদের যাত্রা আজই শুরু হলো। নিজের ভবিষ‌্যৎ লিখতে হবে তার নিজেরই। 

চট্টগ্রাম/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়