ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব‌্যাটিং ব‌্যর্থতায় মেয়েদের বড় হার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৪ মে ২০২৩   আপডেট: ১৯:২৬, ৪ মে ২০২৩
ব‌্যাটিং ব‌্যর্থতায় মেয়েদের বড় হার

দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নেমে তালগোল পাকালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে শ্রীলঙ্কাকে যেন ম‌্যাচটাই উপহার দিলেন টাইগ্রেসরা। তাতে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিকরা জিতে নিল ১-০ ব‌্যবধানে। প্রথম দুটি ম‌্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর তৃতীয় ম‌্যাচেও বৃষ্টির চোখ রাঙানি। ৫০ ওভারের ম‌্যাচ নেমে আসে ৩০ ওভারে।

কলম্বোতে আগে ব‌্যাটিং করে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১৮৬ রান করে। জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১২৮ রানে। ৫৮ রানের ম‌্যাচ হারে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। লঙ্কানদের জয়ের নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু। ওপেনিংয়ে নেমে ৬০ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৪ রান করেন। তিনে নেমে তাকে দারুণ সঙ্গ দেন হারশিথা সামারাবিক্রমা।  ৪৮ বলে ৪৫ রান করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। শেষ দিকে আনুশকা সানজিয়ানির ১২ ও কাশিভা দিলহারার ২৫ রানে লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলিং ছিল আঁটসাঁট। ৫ বোলার ব‌্যবহার করেছিলেন অধিনায়ক নিগার সুলতানা। প্রত‌্যেকেই পেয়েছেন উইকেট। জাহানারা আলম ৭.৮৩ ইকোনমিতে ৬ ওভারে দিয়েছেন ৪৭ রান। এছাড়া ফাহিমা খাতুন ৪০ রানে পেয়েছেন ১ উইকেট। বোলিং কিছুটা ভালো হলো ব‌্যাটিং ছিল একেবারেই হতশ্রী। কোনো ব‌্যাটসম‌্যানের ব‌্যাটিং অ‌্যাপ্রোচে ম‌্যাচ জয়ের তাড়না পাওয়া যায়নি। ধীর গতির ব‌্যাটিংয়ে মনে হচ্ছিল নিজেদের কেবল টিকিয়ে রাখার জন‌্যই ব‌্যাটিং করে যাচ্ছেন। ৫১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা।

এ ছাড়া ফারজানা ৪৬ বলে ২৪, মুর্শিদা ২৪ বলে ১৬ রান করেন। ব‌্যাটিং ব‌্যর্থতার দিনে দলের ৬ ব‌্যাটসম‌্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দু‌্যতি ছড়িয়েছেন ওশাদি রানাসিংহে। ৩৪ রানে ৫ উইকেট নেন এই অফস্পিনার। বাকিদের বোলিংও ছিল আক্রমণাত্মক। তাতে ম‌্যাচ জয়ের কোনো সুযোগই পাননি টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এখন টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে। ৯, ১১ ও ১২ মে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রাম/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়