ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রক্রিয়ায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৪ মে ২০২৩  
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রক্রিয়ায় বিসিবি

হঠাৎ মিরপুর হোম অব ক্রিকেটে হাজির অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসন। সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনার। পূর্ণনির্ধারিত সূচিতেই টিম ওয়াটসনের মিরপুরে আগমণ। মিরপুরে তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুরে পা দিয়ে ক্রিকেটও খেলেছেন অতিথিরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের বলে ব‌্যাটিং করেছেন। এর আগে নিজেও বল করেছেন। সৌজন‌্যমূলক সাক্ষাৎ করতেই টিম ওয়াটসনের মিরপুরে আগমণ। নাজমুল হাসান পাপনকে নিয়ে মিরপুর হোম অব ক্রিকেট ঘুরে দেখেছেন। নানা সুযোগ সুবিধা পরখ করেছেন।

আরো পড়ুন:

পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের অর্থায়নে গড়ে তোলা এই স্টেডিয়ামের কাজ পেয়েছে পপুলাস নামের এক অস্ট্রেলিয়ান কোম্পানি। এসব নিয়ে কথা বলতেই অস্ট্রেলিয়ার মন্ত্রীর আগমন বলে জানান প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। মিরপুর তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এরও বেশ কিছুদিন আগে আমাদের অস্ট্রেলিয়ার হাই কমিশনের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। তখন আমাদের জানানো হয়েছিল মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে আগ্রহী এবং আমাদের সুযোগ-সুবিধাগুলো উনি দেখতে চাচ্ছেন।’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন যে স্টেডিয়াম করতে চাচ্ছি (শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম) এটার সম্পর্কে উনাদের আগ্রহ আছে। যেহেতু আপনারা জানেন এই স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আমরা নিয়োগ দিয়েছি। তারা বিস্তারিত ড্রয়িং, ডিজাইন নিয়ে কাজ করছে। এ বিষয়গুলোতে আগ্রহের জন্যই এই ভিজিটে আসা। একইসঙ্গে আমাদের বর্তমান সুযোগ-সুবিধাগুলো দেখেছেন ও নারী দলের সঙ্গে দেখা করেছেন।’

বিসিবি সিইও আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে আগে কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় যাচ্ছি। প্রতি বছর আমাদের শুধু ক্রিকেটার না, যারা কিউরেটর আছেন, কোচ আছে, সংগঠকরা আছে, তাদেরকে ওখানে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করার ব্যাপারে অস্ট্রেলিয়ার হাইকমিশন আমাদের সাহায্য করবে। এ ব্যাপারে একটা প্রক্রিয়ায় এগিয়েছি।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়