ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পদত্যাগ করছেন সাফজয়ী নারী দলের কোচ ছোটন 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৬ মে ২০২৩   আপডেট: ১৯:৪৮, ২৬ মে ২০২৩
পদত্যাগ করছেন সাফজয়ী নারী দলের কোচ ছোটন 

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন পদত্যাগ করছেন। চলতি মে মাস শেষে তাকে আর এই পদে দেখা যাবে না। তার অধীনে গত বছর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে।

শুক্রবার বিকেলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন ছোটন নিজেই। ছোটন মুঠোফোনে বলেন, ‘আমি এই মাসের ৩১ তারিখ পর্যন্ত কোচ হিসেবে আছি। আমার মনে হচ্ছে এখন আমার বিশ্রাম দরকার। তবে ফুটবলের সঙ্গেই থাকব।’

২০০৯ সাল থেকে মেয়েদের ফুটবলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ছোটন। এই ১৪ বছরে ৮টি শিরোপা জিতেছেন। রানার্সআপ ট্রফি আছে ৫টি। সর্বোচ্চ সাফল্য ২০২২ সালে সাফ জয়।

মেয়েদের কোচের পদ ছাড়লেও ফুটবলের সঙ্গে থাকার কথা জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘ছোট দলও যদি পাই তাহলে কাজ করবো।’

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়