বিশ্বকাপের জন্য স্পিনারদের প্রস্তুত করছেন হেরাথ
বিশ্বকাপের মতো মঞ্চে স্পিনারদের জন্য উইকেটে বিশেষ কোনো সুবিধা থাকে না। দ্বিপাক্ষীয় সিরিজে উপ-মহাদেশের উইকেটে স্পিনাররা যে বিশেষ সুবিধা পেয়ে থাকেন সেটার দেখা মিলবে না বললেই চলে। তাইতো বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ যে কোনো ধরণের উইকেটে বোলিংয়ের জন্য তার শিষ্যদের প্রস্তুত করছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে স্পিনারদের নিয়ে দুই দিনের ক্যাম্প শেষে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় বিষয়টি জানান হেরাথ। হাইপারফরম্যান্স (এইচপি) ও জাতীয় দলের আশেপাশে থাকা স্পিনারদের নিয়ে গতকাল শুরু হয় এই ক্যাম্প।
হেরাথ বলেন, ‘স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে চ্যালেঞ্জ তো অবশ্যই। এজন্যই আমরা বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমরা বৈচিত্র ও কৌশল নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এগুলো কাজে লাগাতে হবে। বিশ্বকাপের উইকেটে স্পিনারদের তেমন সহায়তা নেই।’
কন্ডিশন অনুযায়ী দলের কম্বিনেশন হয়ে থাকে। বিশ্বকাপে তিন পেসারের সঙ্গে দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামার সম্ভাবনাই বেশি। তবে হেরাথের মনোযোগ কম্বিনেশনে না, তিনি শিষ্যদের তৈরি করে রাখতে চাইছেন। বাকি কাজ সারবেন নির্বাচক কিংবা টিম ম্যানেজম্যান্ট।
‘কম্বিনেশন আসল কথা, সেটা ঠিক করবেন নির্বাচকরা। আমার কাজ হল স্পিনারদের তৈরি রাখা, আমি সেটাই করছি’-বলছিলেন হেরাথ।
আয়ারল্যান্ড সিরিজে নাজমুল হোসেন শান্তের বোলিংয়ের সুফল ভোগ করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে এসে এনে দিয়েছেন সাফল্য। এ ছাড়া মোসাদ্দেক হোসেনও হাত ঘোরানোতে বেশ পারদর্শী। হেরাথ চান পার্ট-টাইম বোলার হিসেবে শান্ত-মোসাদ্দেকরাও বোলিং করুক।
হেরাথের ভাষ্য, ‘ব্যাটসম্যানরা যদি ৩-৪ ওভার বল করে দিতে পারে, যেটা শান্ত করেছে, তাহলে বোলিংয়ে বাড়তি অপশন পাওয়া যায়। আমি সবসময় চাই হৃদয়-শান্তরা বল করুক।’
দুই দিনের ক্যাম্প শেষে সন্তুষ্ট হেরাথ, ‘রিশাদ আছে, আরেকজন আছে নাম নাঈম সাকিব। বিপ্লবও আছে। আমাদের এখন এসব সম্পদ আছে। তাদের থেকে সেরাটা বের করতে চাই। সুযোগ পেলে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা দুই-ই অর্জন করবে।’
রিয়াদ/আমিনুল