ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৩০ মে ২০২৩  
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা

আগামী মাসের ৭ তারিখ নিরপেক্ষ ভেন্যু ওভালে শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে শ্রেষ্ঠত্বের জন্য লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগে সোমবার ফাইনাল পরিচালনাকারী ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউ জিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। টিভি তথা থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন রিচার্ড কেটেলবরা। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ক্ষেত্রে গাফানি ও ইলিংওথ দুজনেরই রয়েছে অনেক অভিজ্ঞতা। দুজনেই আইসিসির এমিরেটস এলিট প্যানেল আম্পায়ার। ফাইনাল হতে যাচ্ছে গাফানির ৪৯তম ও ইলিংওর্থের ৬৪তম টেস্ট ম্যাচ।

অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের দায়িত্বে আছেন কেটেলবরা। এর আগে তিনি ২০২১ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।

৭ থেকে ১১ জানুয়ারি চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১২ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়