ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হৃদয়কে ঘিরে বড় আশা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১ জুন ২০২৩  
হৃদয়কে ঘিরে বড় আশা

যে মঞ্চে তাওহিদ হৃদয় এখন দাপিয়ে বেড়াচ্ছেন এক বছর আগেও তা ছিল কল্পনাতীত। যে দুয়ার খোলার অপেক্ষায় তার বিনিদ্র রাত কাটতো, সেখানেই এখন তার জায়গা পাকাপোক্ত। নিজের শক্তি, সামর্থ্যের দারুণ প্রদর্শনীতে হৃদয় এখন জাতীয় দলের এগারজনের একজন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে তার জাতীয় দলে জায়গা হয়। দেশের জার্সি গায়ে জড়িয়েও সেই একই পারফরম্যান্সের ধারাবাহিকতা। প্রথম ওয়ানডেতেই খেলেন ঝকঝকে ৯২ রানের ইনিংস। কিছুদিন আগে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্সেও ছিল উজ্জ্বল। দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। উইকেটের চারিপাশে শট খেলার প্রবণতা, আক্রমণে অকুতোভয় এবং রানিং বিটিউন দ্য উইকেটে অদম্য। তাতে হৃদয় হয়ে উঠেছে অনন্য।

তাকে কাছ থেকে দেখে মুগ্ধ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। ২১ পেরুনো এই ব্যাটসম্যানকে ঘিরে বড় আশা পোথাসের। বাংলাদেশের দায়িত্ব পোথাস খুব বেশিদিন হলো নেননি। কিন্তু অল্পকয়েক দিনেই হৃদয়কে মনে ধরেছে তার, ‘প্রথমেই যেটি জোর দিয়ে বলতে চাই, সে (হৃদয়) দারুণ! তার ওয়ার্ক এথিকস অবিশ্বাস্য এবং সফল হওয়ার তাড়নাটা আছে। একইসঙ্গে স্কিলও অনেক… অনেক বেশি। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো, এই স্কিল নিয়ে ওর অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে৷ এটি আমি বিশ্বাস করি।’

‘তবে দিন শেষে আমরা যে খেলাটা খেলি, তা ফলনির্ভর। তাই দলের মধ্যে আমরা যারা সাপোর্ট স্টাফ আছি, তাদের এটি নিশ্চিত করতে হবে, সে নিজের প্রতিভার সর্বোচ্চটা কাজে লাগাতে পারে৷ এখন পর্যন্ত (হৃদয়কে) যা দেখেছি, খুবই রোমাঞ্চকর।’– যোগ করেন পোথাস।

আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয়কে পর্যাপ্ত সময় দিয়ে গড়ে তোলার কথা জানালেন সহকারী কোচ, ‘উইকেটের চার দিকেই অসাধারণ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে সে নতুন৷ আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের মধ্যে পার্থক্যটা হলো, বোলাররা (দুর্বলতা) বের করে ফেলতে পারে৷ কারণ, তারা একই জায়গায় টানা বোলিং করতে পারে। এসব সমস্যা সমাধান করার স্কিল ও সামর্থ্য আছে হৃদয়ের।’

তাকে ঘিরে বড় আশা পিথাসের, ‘খুব বেশি ক্রিকেটার নেই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তার মতো খেলতে পেরেছে। এটি সহজাত ব্যাপার৷ আমরা আশা করি, এই ছেলেরা এসেই বিশ্ব মাতাবে। এটি সম্ভব নয়। হৃদয়ের যেটা আছে, তা হলো অনেক সম্ভাবনা ও শেখার তাড়না। ওয়ার্ক এথিক অনেক উঁচুতে। আমি রোমাঞ্চিত যে, সে কতটা কী করতে পারে।’ 

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়